LightBlog
WB Class 6 Geography Model Activity Task - 2 WBBSE ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২
Type Here to Get Search Results !

WB Class 6 Geography Model Activity Task - 2 WBBSE ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পরিবেশ ও ভূগোল

ষষ্ঠ শ্রেণি


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :


১. যে গ্রহ তার নিজের অক্ষের চারিদিকে উত্তর থেকে দক্ষিণে ঘোরে তার নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ ইউরেনাস এমন একটি গ্রহ যে তার নিজের অক্ষের চারিদিকে উত্তর থেকে দক্ষিণে ঘরে।

ইউরেনাসের দুটি প্রধান বৈশিষ্ট্য ঃ

(১) মিথেন গ্যাস বেশি থাকায় এই গ্রহকে সবুজ রঙের দেখায়।

(২) এটি শীতলতম গ্রহ। এর উষ্ণতা ২১৬ ডিগ্রী সেন্টিগ্রেড।


২. আন্তর্জাতিক তারিখরেখা বাঁকিয়ে আঁকা হয়েছে কেন?

উত্তরঃ আন্তর্জাতিক তারিখরেখা এমন একটি রেখা যার পূর্ব দিকে গেলে একদিন যোগ করতে হয় এবং পূর্ব দিক থেকে পশ্চিমে এলে একদিন বিয়োগ করতে হয়। আন্তর্জাতিক তারিখরেখা যেখানে কল্পনা করা হয়েছে, সেখানে অনেক স্থলভাগ পড়ায় বেঁকিয়ে জলের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদি রেখাটি স্থলভাগের উপরদিয়ে যেত বা একই দেশের উপর দিয়ে যেত তাহলে একই দেশে দুটি তারিখ হত। ফলে বিশাল সমস্যা দেখা দিত। তাই আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে।


৩. কয়ালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ মালাবার উপকূলের উপহ্রদ হল কয়াল। এর দুটি প্রধান বৈশিষ্ট্য নীচে আলচনা করা হল -

(১) কয়ালের একদিক সমুদ্রের দকে উন্মুক্ত।

(২) কয়ালের জল লবনাক্ত হয়।


৪. থর মরুভূমি জনবিরল কেন?

উত্তরঃ থর মরুভূমি জনবিরল হওয়ার প্রধান কারনগুলি হল -

(১) চরমভাবাপন্ন জলবায়ু

(২) শুষ্ক এবং লবনাক্ত মৃত্তিকা

(৩) বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেন্টিমিটারেরও কম।

(৪) অনুর্বর মাটি 

(৫) কৃষিকাজের অযোগ্য

(৬) অনুন্নত যোগাযোগ ব্যবস্থা


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close