LightBlog
WB Class 6 Geography Model Activity Task - 1 WBBSE পঞ্চম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১
Type Here to Get Search Results !

WB Class 6 Geography Model Activity Task - 1 WBBSE পঞ্চম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পরিবেশ ও ভূগোল

ষষ্ঠ শ্রেণি


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :


১. চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও।

উত্তরঃ চাঁদের কোথাও গাছপালা নেই। এড়ো, খেবড়ো জমি, ছোটো বড় পাথর, গোল গোল বিশালাকার গর্ত, ধূসর ধুলোয় ভরতি চারিদিক। সূর্যের আলো পৌছাতে পারে না। তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগের মত দেখায়। আর আকাশটার আসলে নীল নয়। ঘন কালো। বাতাস না থাকায় সূর্যের আলোয় বিচ্ছুরণ হয় না। ফলে কোনো রং নেই সবকিছুই আলো পড়লে সাদা আর আলো না পড়লে কালো দেখায়। দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করছে। একদিকে কালো আকাশে ঝুলছে পৃথিবী প্রকান্ড সাদা আর নীল গোলকের মতো। এখানে সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে। আবার দিন ও রাত দুসপ্তাহ ধরে চলে। রাত সপ্তাহ ধরে চললে তাপমাত্রা তখন ১৫০ ডিগ্রী সেলসিয়াসের নীচে নেমে যায়।


২. "পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো" - যুক্তি সহকারে বক্তব্যটির ব্যাখ্যা দাও।

উত্তরঃ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে। তাই পৃথিবীর ওপর নীচে কিছুটা চাপা, আর মাঝবরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা ন্যাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো।


৩. একটি বৃত্ত অঙ্কন করে পাঁচটি গুরুত্বপূর্ণ আক্ষরেখা মানসহ চিহ্নিত করো।

উত্তরঃ  



৪. তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো।

উত্তরঃ উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণগুলি নীচে আলোচনা করা হল -

(১) উত্তরের সমভূমি অঞ্চলের মাটি উর্বর তাই গাছপালা ভালো হয়।

(২) উত্তরের সমভূমি অঞ্চলের এলাকাগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত।

(৩) উত্তরের সমভূমি অঞ্চলে প্রচুর পরিমানে কলকারখানা রয়েছে।

(৪) উত্তরের সমভূমি অঞ্চল উন্নতমানের স্কুল, কলেজ, বিদ্যালয় অবস্থান করেছে।

(৫) ব্যবসা-বাণিজ্যের সুযোগ সুবিধা রয়েছে তাই উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close