Model Activity Task
History
Class - VI
ষষ্ঠ অধ্যায়
1) সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :
1.1 মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন -
চন্দ্রগুপ্ত মৌর্য
বিন্দুসার
আশোক
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য
1.2 আশোকের আমলে সংঘটিত হয়েছিল -
হিদাসপিসের যুদ্ধ
মগধের যুদ্ধ
কলিঙ্গ যুদ্ধ
উত্তরঃ কলিঙ্গ যুদ্ধ
1.3 অর্থশাস্ত্র রচনা করেন -
পুরু
কৌটিল্য
বিন্দুসার
উত্তরঃ কৌটিল্য
2 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো :
'ক' স্তম্ভ
i) আলেকজান্ডার -
ii) চন্দ্রগুপ্ত মৌর্য -
iii) সম্রাট -
'খ' স্তম্ভ
a) সাম্রাজ্য
b) ম্যাসিডন
c) মগধ
উত্তরঃ i) আলেকজান্ডার - b) ম্যাসিডন
ii) চন্দ্রগুপ্ত মৌর্য - c) মগধ
iii) সম্রাট - a) সাম্রাজ্য
3) নীচের বাক্যটি কোন্টি ঠিক কোন্টি ভুল লেখো :
3.1 মগধের রাজধানী ছিল পাটলিপুত্র।
উত্তরঃ ✅
3.2 আশোক জৈন ধর্মে দীক্ষা নেন।
উত্তরঃ ❌
3.3 প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য।
উত্তরঃ ❌
4) এক কথায় উত্তর দাও :
4.1 সাম্রাজ্য কী?
উত্তরঃ রাজা, মহারাজা বা সম্রাটের যে রাজ্যসীমা তাকেই বলে সাম্রাজ্য।
4.2 মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উত্তরঃ মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন অশোক।
4.3 মৌর্য আমলে জেলা প্রশাসনকে কী বলা হত?
উত্তরঃ মৌর্য আমলের জেলা প্রশাসনকে আহার বলা হত
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ