মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও বিজ্ঞান
ষষ্ঠ শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখো।
উত্তরঃ ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের প্রধান পার্থক্য তিনটি নিচে আলোচনা করা হলো -
প্রথমত, ভৌত পরিবর্তন একপ্রকার অস্থায়ী পরিবর্তন কিন্তু রাসায়নিক পরিবর্তন স্থায়ী পরিবর্তন।
দ্বিতীয়ত, ভৌত পরিবর্তনের বস্তুর ভরের কোন পরিবর্তন ঘটে না তবে রাসায়নিক পরিবর্তনের বস্তুর ভরের পরিবর্তন ঘটতে পারে।
তৃতীয়ত, ভৌত পরিবর্তনের তাপের উদ্ভব হতে পারে বা নাও হতে পারে কিন্তু রাসায়নিক পরিবর্তনের তাপের উদ্ভব ভাষণ হবেই।
২. রাসায়নিক পরিবর্তন ঘটলে কী কী দেখে / অনুভব করে তা বোঝা যেতে পারে?
উত্তরঃ রাসায়নিক পরিবর্তন করলে পদার্থের যে যে পরিবর্তন হয় তা নিয়ে আলোচনা করা হলো -
(১) রাসায়নিক পরিবর্তনের পদার্থের অণুর গঠন এর পরিবর্তন ঘটে এবং নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়।
(২) এই পরিবর্তন স্থায়ী এবং উৎপন্ন পদার্থ কে কোন ভাবেই আগের মূল পদার্থে ফিরিয়ে আনা সম্ভব না।
(৩) রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে সব সময় তাপের পরিবর্তন ঘটে।
(৪) রাসায়নিক পরিবর্তনের সময় উৎপন্ন পদার্থের ভর মূল পদার্থের ভর এর চেয়ে কম বা বেশি হয়।
৩. মৌটুসী কীভাবে পরাগমিলনে সাহায্য করে?
উত্তরঃ মৌটুসী পাখি কলকে ফুলের পরাগ মিলনের সাহায্য করে। আসলে মৌটুসী পাখি কলকে ফুলের হলুদ বর্নে আকৃষ্ট হয়। মৌটুসী পাখি যখন ফুলের উপর বসে মকরন্দ সংগ্রহ করে সেই সময় তার পা চলছে এবং পালকের পরাগরেণু লেগে যায়। পরে যখন মৌটুসী পাখি অন্য কোন ফুলে গিয়ে বসে তখন সেই পরাগরেণু সেই ফুলের উপর পড়ে পরাগ মিলন ঘটাতে সাহায্য করে।
৪. বাড়িতে দই তৈরি করার জন্য কী কী করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো।
উত্তর :
Thank you
উত্তরমুছুনThanks, It's so useful
উত্তরমুছুনThanks, It's so useful
উত্তরমুছুন