মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও বিজ্ঞান
ষষ্ঠ শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. মৌলের ক্ষুদ্রতম কণাকে কী বলা হয়? অক্সিজেনের অণুর সংকেত লেখো।
উত্তর : মৌলের ক্ষুদ্রতম কণা কে পরমাণু বলা হয়।
অক্সিজেন অনুর সংকেত হলো - O₂
২. পাঁউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন?
উত্তর : পাউরুটি তৈরির সময় ময়দা বা আটা জল ও ইস্ট ভালোভাবে মাখা হয়। ইস্ট ময়দা বা আটা থাকা শর্করাকে ভেঙে তৈরি করে কার্বন-ডাই-অক্সাইড ও অ্যালকোহল। ময়দা বা আটা মিশ্রণটি তখন কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের প্রভাবে ফুলে ওঠে। পরে রুটিটি শেখার সময় ওই মিশ্রণে থেকে কার্বন-ডাই-অক্সাইড বের হয়ে যায়।
৩. অ্যামোনিয়ার অণুর একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু বর্তমান। অ্যামোনিয়ার সংকেত লেখো ও নাইট্রোজেনের যোজ্যতা কত তা নির্ণয় করো।
উত্তর : অ্যামোনিয়ার সংকেত - NH₃
নাইট্রোজেনের যোজ্যতা - 3
৪. লাল পিঁপড়ে ও কাঠবিড়ালি কীভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল তা উল্লেখ করো।
উত্তর : লাল পিঁপড়ে সাধারণতঃ গাছের চামড়া ও গোলপাতা কে এক জায়গায় জুড়ে দিয়ে বাসা বানায়। অর্থাৎ লালটিপে বাসস্থানের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল।
কাঠবিড়ালি গাছের ডালে বাসা বানায় এবং বিভিন্ন গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকে। হঠাৎ কাঠবিড়ালি বাসস্থান ও খাদ্যের জন্য গাছের উপর নির্ভরশীল।
৫. জলে গুলে যাবার পরে চিনির দানাকে আর দেখা যাচ্ছে না। কী কী পরীক্ষা করলে বোঝা যেতে পারে যে চিনির অণুরা দ্রবণের মধ্যেই আছে, "হারিয়ে যায়নি?"
উত্তর : নিজের পরীক্ষা দুটি থেকে বলা যেতে পারে চিনি হারিয়ে যায়নি দ্রবণের মধ্যেই আছে। -
(১) যৌবনের স্বাদ গ্রহণ করলে মিষ্টি লাগে। তাই বলা যায় চিনি দ্রবণে আছে।
(২) যৌবনকে গরম করতে থাকলে একসময় সমস্ত জল বাষ্পীভূত হয়ে যাবে এবং চিনির কেলাস নিচে পড়ে থাকবে।
৬. ধানজমির অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো।
উত্তর : অ্যাজোলা এক প্রকার পানা জাতীয় উদ্ভিদ। আসলে এগুলার পাতার মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া আছে যারা বাতাসে নাইট্রোজেন কে মাটিতে আবদ্ধ করতে পারে। পরে এই অ্যাজোলা পচে গিয়ে জমির উর্বরতা বৃদ্ধি করে ফলে জমিতে আর ফসলের জন্য সার দিতে হয় না। তাই ধান জমিতে অ্যাজোলা চাষ করা হয়।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ