Model Activity Task
পরিবেশ ও বিজ্ঞান
Class - VI
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো :
১. কোনো রাশির একক বলতে কী বোঝায়?
উত্তর : কোন রাশির পরিমাপের ক্ষেত্রে ওই রাশির একটা সুবিধাজনক ও নির্দিষ্ট মানকে প্রমাণ ধরে ওই রাশির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট মানকে ওই রাশির একক বলা হয়। যেমন দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম ইত্যাদি।
২. SI একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো।
উত্তর : এস আই পদ্ধতির ব্যবহারের দুটি সুবিধা নিয়ে আলোচনা করা হলো -
(১) এই পদ্ধতির সাহায্যে অতি ক্ষুদ্র মানে রাশি পরিমাপ করা যায়।
(২) এই পদ্ধতির সাহায্যে বড় মাপের রাশির পরিমাপ করা যায়।
৩. একটি মাপনী চোঙ ও একটি তুলাযন্ত্রের সাহায্যে একটি ছোটো পাথরের ঘনত্ব কীভাবে নির্ণয় করবে?
উত্তর : একটি মাপনি চোঙ ও একটি তুলা যন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব নির্ণয় করতে নিম্নলিখিত পদ্ধতি গুলি অবলম্বন করতে হবে -
(১) একটি তুলা যন্ত্র একটি মাপনি চোঙ ও যে পাথরটির ঘনত্ব পরিমাপ করতে হবে সেই পাথরটিকে নিতে হবে।
(২) এরপর তুলা যন্ত্রের সাহায্যে পাথরটির ভর পরিমাপ করে নেব।
(৩) এরপর মাপনি চোঙ এর আংশিক জলপূর্ণ করে তার মান নেব।
(৪) এরপর ওই পাথরটিকে আংশিক জলপূর্ণ মাপনি চোঙ এ ফেললে জলস্তর সামান্য হলেও বৃদ্ধি পাবে এবং পুনরায় ওই চোঙের জলস্থরের মাপ নেব।
(৫) চোঙটির জলস্তরের মাপের যে পার্থক্য হবে সেটাই হবে ওই পাথরটির আয়তন।
৪. একটি লোহার বলের ব্যাস 10 cm হলে বলটির ওপরের তলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করবে?
উত্তরঃ লোহার বলের ব্যাস = 10 cm
লোহার বলের ব্যাসার্ধ = 10/2 = 5 cm
∴ লোহার বলটির ওপরের তলের ক্ষেত্রফল = 4 x 3.14 x 5²
= 314 cm²
৫. গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো।
উত্তর ঃ গড় সৌরদিন = 24 ঘন্টা
= 24 x 60 x 60
= 86400 সেকেন্ড
This website is very helpful, important.
উত্তরমুছুনclass six in bangla questions answer 2nd test
উত্তরমুছুন