মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
তৃতীয় শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১. খুব ভালো বৃষ্টি হওয়ায় 'সত্যি সোনা' গল্পে কী ঘটল?
উত্তরঃ সে বছর খুব ভালো বৃষ্টি হওয়ায়, অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হল, সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে।
২. 'আমরা চাষ করি আনন্দে' কবিতায় 'সকল ধরা' কীভাবে হেসে ওঠে?
উত্তরঃ "আমরা চাষ করি আনন্দে" কবিতায় সকল ধরা অঘ্রায়নের সোনার রোদে এবং পূর্ণিমার চাঁদে হেসে উঠে।
৩. 'নিজের হাতে নিজের কাজ' গল্পে ডাক্তারবাবু কীভাবে 'উচিত শিক্ষা' পেলেন?
উত্তরঃ এক ডাক্তারবাবু কারমাটার রেল স্টেশনে নেমে কুলি কুলি চিৎকার করছিল। তখন একজন এসে তার মালমাত্র নিয়ে পালকিতে তুলে দেন। তারপর ডাক্তার বাবু তার পারিশ্রমিক দিতে চাইলে, কুলি বলে পয়সা লাগবে না। পয়সা না লাগার কারন জিজ্ঞাসা করলে কুলিটি বলে সে ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চাইলেন। ডাক্তারবাবু এভাবেই উচিত শিক্ষা পেলেন।
৪. 'দেয়ালের ছবি' গল্পে বাঘ শিকারীকে সবশেষে কী বলেছিল?
উত্তরঃ ;দেয়ালের ছবি' গল্পে বাঘ মুচকি হেসে সবশেষে শিকারিকে বলেছিল যে - 'ছবিটা যদি কোনো বাঘ আকঁত তাহলে অন্য রকম হতো।
৫. 'সারাদিন' কবিতায় শিশুটির দিন কীভাবে কাটে?
উত্তরঃ সুনির্মল চক্রবর্তীর লেখা "সারাদিন" কবিতায় শিশুটির সারাদিন নানা রকম ছবি আঁকতে আঁকতে কেটে জেত।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ