মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
তৃতীয় শ্রেণি
১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
১.১ 'মিছিমিছি আমায় খাটিয়ে মারলে'। - কার সম্পর্কে একথা বলা হয়েছে?
উত্তরঃ 'সত্যি সোনা' গল্পে বুড়ো চাষির ছেলে তার বাবার সম্পর্কে একথা বলেছিল।
১.২ 'নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন।' - কোন্ নাম ডাক্তারবাবু শুনেছেন?
উত্তরঃ 'নিজের হাতে নিজের কাজ' গল্পে ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্র শর্মার নাম শুনে চমকে উঠলেন।
১.৩ 'বাঘ হাই তুলে বলল...' - বাঘ হাই তুলে কী বলেছিল?
উত্তরঃ 'দেয়ালের ছবি' গল্পে বাঘ ছবিটা দেখে হাই তুলে বলেছিল - "ছবিটা এঁকেছে কে?"।
১.৪ 'মৌমাছির ছুটে এল মধু খেতে।' - মৌমাছির মধু খেতে কোথায় ছুটে এসেছিল?
উত্তরঃ মৌমাছিরা মধু খেতে পৃথিবীতে ছুটে এসেছিল।
২. ঠিক বাক্যটির পাশে (✅) এবং ভুলটির পাশে (❌) দাও :
২.১ 'সারাদিন' কবিতাটি লিখেছেন সুকুমার রায়।
উত্তরঃ ❌
২.২ ফসল কাটার পর তা হেটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে।
উত্তরঃ ✅
২.৩ পরিরা প্রথম পৃথিবীতে নেমে এসে দেখল চারিদিক ফুলে ফুলে ভরা।
উত্তরঃ ❌
নীচের প্রশণগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৩.১ 'দেয়ালের ছবি' গল্পে বাঘ আর শিকারীর বন্ধুত্ব কীভাবে গড়ে উঠেছিল?
উত্তরঃ বনে ঘুরতে ঘুরতে শিকারির একদিন এক বাঘের সাথে দেখা হল। দুজনেই খুশি। অনেকক্ষণ কথাবার্তা হল। এই ভাবে দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেল।
৩.২ ফুলপরিরা ফুলের বীজ ছড়িয়ে দেওয়ার পর কী ঘটল?
উত্তরঃ ফুল পরীরা ফুলের বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে। সেই বীজ থেকে গাছ গজাল। তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি। সেই কুড়ি ফুটল। সাদা, নীল, হলদে, লাল ও বেগুনি ফুল ছেয়ে গেল বন। আলো এসে তাদের গায়ে বুলিয়ে দিল। বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল। মৌমাছিরা ছুটে এল মধু খেতে।
Other Model Activity Task : Model Activity Task 2022
Bangalore likhun
উত্তরমুছুন