মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও ভূগোল
ষষ্ঠ শ্রেণি
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো।
ক) গ্রহ - নিজস্ব আলো আছে
খ) গ্রহাণু - গ্রহের তুলনায় আয়তনে বড়।
গ) উপগ্রহ - নক্ষত্রের আলোয় আলোকিত
ঘ) উল্কা - লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক
উত্তরঃ গ) উপগ্রহ - নক্ষত্রের আলোয় আলোকিত
১.২ নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো -
ক) মকরক্রান্তি রেখা
খ) কর্কটক্রান্তি রেখা
গ) মূলমধ্য রেখা
ঘ) কুমেরুবৃত্ত রেখা
উত্তরঃ খ) কর্কটক্রান্তি রেখা
১.৩ নীচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো -
ক) অরুণাচল প্রদেশ
খ) মহারাষ্ট্র
গ) হিমাচল প্রদেশ
ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ ঘ) পশ্চিমবঙ্গ
২. বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো :
২.১ গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত।
উত্তরঃ ঠিক
২.২ 0 ডিগ্রী ও ১৮0 ডিগ্রী দ্রাঘিমারেখা প্রকৃতপক্ষে একটিই রেখা।
উত্তরঃ ভূল
২.৩ সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন।
উত্তরঃ ঠিক
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো।
উত্তরঃ তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক অতপ্রোত ভাবে জড়িত -
যে তারার উষ্ণতা সবচেয়ে বেশি তার রং হয় সাদা এবং এই তারাগুলি আয়তনে অনেক বড়ো হয়।
যে তারার উষ্ণতা মাঝারি হয় সেই তারাগুলির রং হয় নীল, আর এইগুলি অত্যন্ত উষ্ণ এবং খুবই উজ্জ্বল হয়।
যে তারার উষ্ণতা সবচেয়ে কম তার রং হয় লালচে এবং এই তারার সংখ্যা মহাকাশে সবচেয়ে বেশি।
৩.২ পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও।
উত্তরঃ
৪. হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তরঃ হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণি হল -
(ক) হিমাদ্রি হিমালয় ঃ টেথিস হিমালয়ের দক্ষিণে হিমাচল হিমাদ্রি হিমালয়ের অবস্থান। এর উচ্চতা সবচেয়ে বেশি। হিমালয়ের বিখ্যাত পর্বত শৃঙ্গগুলি, যেমন - মাউন্ট এভারেস্ট, কাঞ্চঞ্জঙ্ঘা, নাঙ্গা প্রভৃতি পর্বত এখানেই অবস্থিত। তাছাড়া এই শৃঙ্গগুলি সারাবছরই বরফে ঢাকা থাকে।
(খ) শিবালিক হিমালয় ঃ হিমালয়ের দক্ষিণতম পর্বত শ্রেণি হল শিবালিক হিমালয়। এখানে জম্মু, ডাফলা, মিরি প্রভৃতি পাহাড় দেখতে পাওয়া যায়। শিবালিক ও হিমালয়ের মাঝের উপত্যকাগুলিকে "দুন" বলা হয়। যেমন - দেরাদুন।
(গ) হিমাচল হিমালয় ঃ হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে হিমাচল হিমালয় অবস্থান করেছে। এখানকার উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গগুলি হল - কেদারনাথ, বদ্রীনাথ, ত্রিশূল প্রভৃতি। এখানে অনেক অঞ্চলে বিভিন্ন উপত্যকা দেখা যায়, যেমন - কুলু কাংড়া প্রভৃতি।
Other Model Activity Task : Model Activity Task 2022




Sir ans din
উত্তরমুছুনHi hello
মুছুনHello hi 👋 sir🤩
মুছুনHi
উত্তরমুছুনHello
মুছুন