Current Affairs / 29-06-2021 Part 7
প্রশ্নঃ নিম্নলিখিত রক্ত কোথায় শুদ্ধ হয়? -
(ক) লিভার
(খ) কিডনি
(গ) অগ্ন্যাশয়
(ঘ) যকৃৎ
উত্তরঃ (খ) কিডনি
প্রশ্নঃ রাভা উপজাতি লোকেদের পশ্চিমবঙ্গের কোন্ জেলায় দেখতে পাওয়া যায়? -
(ক) বীরভূম
(খ) কোচবিহার
(গ) পুরুলিয়া
(ঘ) পূর্ব মেদিনীপুর
উত্তরঃ (খ) কোচবিহার
প্রশ্নঃ কেরালায় উপকূলভাগ কী নামে পরিচিত? -
(ক) মালাবার
(খ) করমন্ডল
(গ) উৎকল
(ঘ) কোঙ্কন
উত্তরঃ (ক) মালাবার
প্রশ্নঃ ভূস্বর্গ কাকে বলা হয়? -
(ক) কেরালা
(খ) কাশ্মীর
(গ) তামিলনাড়ু
(ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (খ) কাশ্মীর
প্রশ্নঃ মিনা কোন্ রাজ্যের উপজাতি? -
(ক) কেরালা
(খ) নাগাল্যান্ড
(গ) মিজোরাম
(ঘ) রাজস্থান
উত্তরঃ (ঘ) রাজস্থান
প্রশ্নঃ ভারতের কোন্ দুটি রাজ্যের রাজধানী এক? -
(ক) পাঞ্জাব ও হরিয়ানা
(খ) গুজরাত ও ঝাড়খন্ড
(গ) হরিয়ানা ও তামিলনাড়ু
(ঘ) কর্ণাটক ও কেরালা
উত্তরঃ (ক) পাঞ্জাব ও হরিয়ানা
প্রশ্নঃ কোন্ মহাদেশ জিরাফের বাসভূমি? -
(ক) এশিয়া
(খ) আমেরিকা
(গ) আফ্রিকা
(ঘ) অস্ট্রোলিয়া
উত্তরঃ (গ) আফ্রিকা
প্রশ্নঃ কোন্ দেশটিকে ল্যান্ড অফ থান্ডারবোল্ট বলা হয়? -
(ক) বেলজিয়াম
(খ) নেপাল
(গ) ভুটান
(ঘ) বলিভিয়া
উত্তরঃ (গ) ভুটান
প্রশ্নঃ একমাত্র কোন্ ভারতীয় রাজ্যে তিনটি কুমির প্রজাতিই বর্তমান? -
(ক) কেরলা
(খ) আসাম
(গ) ওড়িশা
(ঘ) মেঘালয়
উত্তরঃ (গ) ওড়িশা
প্রশ্নঃ বিখ্যাত বৃন্দাবন গার্ডেন কোথায় অবস্থিত? -
(ক) রাজস্থান
(খ) মহীশূর
(গ) কন্যাকুমারী
(ঘ) লখনও
উত্তরঃ(খ) মহীশূর
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ