Current Affairs / 29-06-2021 Part 6
প্রশ্নঃ কোনো গ্রহে জলের পরিমাণ বেশি থাকার কারণে গ্রহটি কি রঙের হয়? -
(ক) লাল
(খ) সবুজ
(গ) নীল
(ঘ) হলুদ
উত্তরঃ (গ) নীল
প্রশ্নঃ কোন্ ভারতীয় শহরকে এশিয়ার রোম বলা হয়? -
(ক) চেন্নাই
(খ) মুম্বাই
(গ) দিল্লী
(ঘ) ব্যাঙ্গালুরু
উত্তরঃ (গ) দিল্লী
প্রশ্নঃ নিউট্রন আবিষ্কার করেন -
(ক) রাদারফোর্ড
(খ) চ্যাডউইক
(গ) মাদাম কুরি
(ঘ) থমসন
উত্তরঃ (খ) চ্যাডউইক
প্রশ্নঃ টিপু সুলতান কোথাকার শাসন ছিলেন? -
(ক) মাদুরাই
(খ) হায়দ্রাবাদ
(গ) মহীশূর
(ঘ) বিজয়নগর
উত্তরঃ (গ) মহীশূর
প্রশ্নঃ নিম্নের কোন্ ব্যাংক সম্প্রতি "Pay Your Contact" লঞ্চ করলো? -
(ক) HDFC
(খ) IDBI
(গ) Kotak Mahindra
(ঘ) Axis
উত্তরঃ (গ) Kotak Mahindra
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্টি SAARC এর সদস্য ভুক্ত দেশ নয় -
(ক) মায়ানমার
(খ) মালদ্বীপ
(গ) আফগানিস্তান
(ঘ) শ্রীলংকা
উত্তরঃ (ক) মায়ানমার
প্রশ্নঃ কাগজের নোট প্রথম চালু হয় কোন্ দেশে? -
(ক) আমেরিকা
(খ) চীন
(গ) রাশিয়া
(ঘ) ভারত
উত্তরঃ (খ) চীন
প্রশ্নঃ স্বামী দয়ানন্দ সরস্বতী কোন্ শহরে প্রথমবার ১৮৭৫ সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? -
(ক) পুনে
(খ) আমেদাবাদ
(গ) কলকাতা
(ঘ) বোম্বে
উত্তরঃ (ঘ) বোম্বে
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্ শ্রেণীর গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? -
(ক) O
(খ) A
(গ) B
(ঘ)AB
উত্তরঃ (ক) O
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যের আন্তর্জাতিক সীমারেখা বর্তমান? -
(ক) নাগাল্যান্ড
(খ) মিজোরাম
(গ) অরুণাচল প্রদেশ
(ঘ) আসাম
উত্তরঃ (গ) অরুণাচল প্রদেশ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ