মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
ষষ্ঠ শ্রেণি
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ 'ভবঘুরে' কবিতায় 'শুকনো খড়ের আঁটি' রয়েছে -
(ক) অশ্বত্থ গাছের নীচে
(খ) মাঠে
(গ) গোলাঘরে
(ঘ) নৌকোর খোলে
উত্তরঃ (ঘ) নৌকোর খোলে
১.২ 'তাকে আসতে বসবে কাল।' - আসতে বলা হয়েছে -
(ক) শংকর সেনাপতিকে
(খ) অভিমন্যু সেনাপতি
(গ) বিভীষণ দাশকে
(ঘ) পঞ্চানন অপেরার মালিককে
উত্তরঃ (খ) অভিমন্যু সেনাপতি
১.৩ "আকাশে নয়ন তুলে" দাঁড়িয়ে রয়েছে -
(ক) বুনো পাহাড়
(খ) মরুভূমি
(গ) প্রভাত সূর্য
(ঘ) পাইন গাছ
উত্তরঃ (ঘ) পাইন গাছ
১.৪ "যেতে পারি কিন্তু কেন যাব" - কাব্যগ্রন্থটির রচয়িতা -
(ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(খ) অরুণ মিত্র
(গ) শক্তি চট্টোপাধ্যায়
(ঘ) অমিয় চক্রবর্তী
উত্তরঃ (গ) শক্তি চট্টোপাধ্যায়
১.৫ পুর্ববঙ্গের মাহুতের ভাষায় 'মাইল' শব্দের অর্থ -
(ক) পিছনে যাও
(খ) সাবধান
(গ) বস
(ঘ) কাত হও
উত্তরঃ (খ) সাবধান
২. খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ 'ও তো পথিকজনের ছাতা' - পথিকজনের ছাতা কোন্টি?
উত্তরঃ উদ্ধৃত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভরদুপুরে কবিতা থেকে নেওয়া হয়েছে।
পথিক জনের ছাতা বলতে অশত্থ গাছটিকে বোঝানো হয়েছে।
২.২ 'এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে।' - কেন এমনটি হয়?
উত্তরঃ উদ্ধৃত লাইনটির লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শংকর সেনাপতি গল্প থেকে নেওয়া হয়েছে।
পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রয়েছে বঙ্গোপসাগর এবং বাতাসে তার ঢেউয়ের গুরু সব সময় উড়ে আসছে তাই এখানে বাতাসের ভিতর সব সময় ভিজিয়ে জলের ঝাপটা থাকে।
২.৩ 'মন-ভালো-কার' কবিতায় কবি রোদ্দুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তরঃ মন ভালো করা কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় রোদ্দুরকে মাছরাঙ্গা পাখির গায়ের রং এর সঙ্গে তুলনা করেছেন।
২.৪ 'আমি কথা দিয়ে এসেছি' - কথক কোন্ কথা দিয়ে এসেছেন?
উত্তরঃ উদ্ভিদও নাইনটি কবি অরুণ মিত্র রচিত ঘাসফড়িং কবিতার থেকে নেওয়া হয়েছে।
কবি সবুজ ঘাস গুলোকে কথা দিয়ে এসেছেন যে তিনি আবার ভিজে ঘাসের উপর দিয়েই ফিরে আসবেন।
৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৩.১ 'দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।' - কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে?
উত্তরঃ উদ্ধৃত অংশটি কবি হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতা থেকে নেওয়া হয়েছে।
উত্তরে মগ্ন পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ টিমর উঠে দাঁড়িয়ে থাকা পাম গাছটির স্বপ্ন দেখে।
পাইন গাছ সারাবছর পাহাড়ের ঠান্ডা মেজাজে থাকে। সেখানে সব সময় বরফ ঢাকা থাকে। কিন্তু পাইন গাছের ইচ্ছে সে মরুভূমির উপরে দাঁড়িয়ে থাকবে। তাই সে এমন স্বপ্ন দেখে।
৩.২ '...তাই তারা স্বভাবতই নীরব।' - কাদের কথা বলা হয়েছে? তারা নীরব কেন?
উত্তরঃ প্রশ্নে উল্লেখিত লাইনটি সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
জঙ্গলের পশুরা সাধারণতঃ নীরব তাই তাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে।
ক্যাস্টিং সাহেব প্রায় 40 বছর বন্য জন্তুর সঙ্গে থেকেছেন। খাঁচার এবং জঙ্গলের অর্থাৎ পোশাক এবং বুনো এই দুই অবস্থার জন্তুদের সঙ্গে তার আলাপ-পরিচয়ের নানা সুযোগ ঘটেছিল। পোষা জন্তু রানা কি জঙ্গলের পশুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। তাছাড়া জঙ্গলের পশু সর্বদায় প্রাণ বাঁচিয়ে চলতে হয় তাই জঙ্গলের পশুরা স্বভাবতই নীরব থাকতে পছন্দ করে।
৩.৩ 'এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়।' - উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি 'কুমোরে-পোকার বাসাবাড়ি' রচনাংশ অনুসরণে লেখো।
উত্তরঃ উর্দিতে অংশটি লেখক গোপাল চন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে।
ডিম পাড়ার সময় হলেই এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। 2- 4 দিন ঘুরে ফিরে মন মত কোন স্থান দেখতে পেলেই তার আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে। তারপর খানিক দূরে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটিকে বারবার দেখে নেয়। দুই-তিনবার এরূপভাবে এদিক ওদিক করে অবশেষে কাদামাটির সন্ধানে বের হয়।
৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :
৪.১ বিসর্গসন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে 'র' হচ্ছে - এমন দুটি উদাহরণ দাও।
উত্তরঃ অহঃ + আহঃ = অহরহ
নিঃ + আকার = নিরাকার
৪.২ বিসর্গসন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে - এমন দুটি উদাহরণ দাও।
উত্তরঃ চক্ষু + রত্ন = চক্ষূরত্ন
স্বঃ + রাজ্য = স্বারাজ্য
৪.৩ উদাহরণ দাও - জোড়বাঁধা সাধিত শব্দ, শব্দখন্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ।
উত্তরঃ
জোড়বাঁধা সাধিত শব্দ - পিতামাতা
শব্দখন্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ - ক্ষুদ্রতম
৪.৪ সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়?
উত্তরঃ সংখ্যাবাচক ো পূরণবাচক শব্দের প্রধান পার্থক্যগুলি হলো -
প্রথমত, সংখ্যাবাচক শব্দ বিশেষ্য বা সর্বনামের সংখ্যা প্রকাশ করে ; এবং পূরণবাচক শব্দ শুধুমাত্র সংখ্যাগত ক্রমিক অবস্থান প্রকাশ করে।
দ্বিতীয়ত, সংখ্যাবাচক শব্দগুলি হলো মূল শব্দ ; আর পূরনবাচক শব্দগুলি সংখ্যাবাচক শব্দ থেকে সৃষ্টি হয়েছে।
Other Model Activity Task : Model Activity Task 2022
উত্তর গুলি কোথাই
উত্তরমুছুনAnswer bkothai
উত্তরমুছুনplease taratari answer gulo post korun
উত্তরমুছুনPost korun answer
উত্তরমুছুনAnswer gulo koy taratari
উত্তরমুছুনখুব ভালো
উত্তরমুছুনPlease answer gulo post kurn class 6 er 6 ta qession post korun
উত্তরমুছুনহাঁ answer গুলো তাড়াতাড়ি পোস্ট করুন!
উত্তরমুছুনAr porar prosnor uttor guli kothai
উত্তরমুছুনPlease update korun please🙏🙏🙏🙏🙏
Kintu ei prosnor uttor guli daoar jonno thank you so much
উত্তরমুছুন