WB Class 6 Swasthya & Sharirsiksha Model Activity Task 2021 Part - 4 WBBSE ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও শরীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব - ৪
Type Here to Get Search Results !

WB Class 6 Swasthya & Sharirsiksha Model Activity Task 2021 Part - 4 WBBSE ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও শরীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব - ৪

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

স্বাস্থ্য ও শরীরশিক্ষা

ষষ্ঠ শ্রেণি


প্রথম অধ্যায় : দেশাত্মবোধ এবং দ্বিতীয় অধ্যায় : প্রাথমিক চিকিৎসা


১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (✅) চিহ্ন দাও :

(ক) ভারতবর্ষের জাতীয় পতাকার কোন্‌ রংটি নীচের দিকে থাকে?

(১) সাদা

(২) সবুজ

(৩) গেরুয়া

উত্তরঃ (২) সবুজ


(খ) জাতীয় পতাকার সাদা রং কীসের প্রতীক? 

(১) ত্যাগ

(২) আনন্দ

(৩) শান্তি ও পবিত্রতা

উত্তরঃ (৩) শান্তি ও পবিত্রতা


(গ) প্রাথমিক চিকিৎসা করা হয়। -

(১) ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে

(২) ডাক্তারের দেখার পর

(৩) রোগ থেকে সেরে ওঠার পর

উত্তরঃ (১) ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে


(ঘ) কখন 'স্প্লিট' ব্যবহার করা হয়? -

(১) রক্তপাত

(২) জ্বর কমাবার জন্য

(৩) অস্থিভঙ্গের ক্ষেত্রে

উত্তরঃ (৩) অস্থিভঙ্গের ক্ষেত্রে


২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

(ক) ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির ___________ নীল রঙের __________ কাঁটাবিশিষ্ট চক্র বসানো থাকে।

উত্তরঃ মাঝে, ২৪টি


(খ) জাতীয় শোকপ্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে __________ তুলে তারপর দন্ডের __________ পর্যন্ত নামাতে হবে।

উত্তরঃ উঁচুতে, অর্ধেক


(গ) আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম __________ চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উত্তরঃ উপায়ে শ্বাস-প্রশ্বাস


(ঘ) বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় __________ থাকা আবশ্যক।

উত্তরঃওষুধ


৩। সারণির মধ্যে সমতাবিধান করো :

বাঁদিকের সঙ্গে

ডানদিকের অংশ মেলাও

(ক) আশোকচক্র

(i) ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে।

(খ) ত্রিবর্ণরঞ্জিত

(ii) দ্রুত জ্ঞান ফেরাতে হবে।

(গ) সবুজ রং

(iii) অবাধ অগ্রগতির প্রতীক।

(ঘ) অচৈতন্য ব্যক্তি

(iv) তরল জীবাণুনাশক ব্যবস্থা করতে হবে।

(ঙ) স্বপ্ল রক্তপাত হচ্ছে

(v) দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে।

(চ) প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে

(vi) সুজলা-সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক

 

(vii) ভারতবর্ষের জাতীয় পতাকা

উত্তরঃ 

বাঁদিকের সঙ্গে

ডানদিকের অংশ মেলাও

(ক) আশোকচক্র

(iii) অবাধ অগ্রগতির প্রতীক।

(খ) ত্রিবর্ণরঞ্জিত

(vii) ভারতবর্ষের জাতীয় পতাকা

(গ) সবুজ রং

(vi) সুজলা-সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক

(ঘ) অচৈতন্য ব্যক্তি

(ii) দ্রুত জ্ঞান ফেরাতে হবে।

(ঙ) স্বপ্ল রক্তপাত হচ্ছে

(i) ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে।

(চ) প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে

(v) দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে।

 



৪। প্রকল্প :

(ক) জাতীয় পতাকার আদর্শ ব্যবহারবিধির ছবিসহ একটি প্রতিবেদন তৈরি করো।

উত্তরঃ বিশ্বের প্রিতিটি স্বাধীন দেশে একটি করে জাতীয় পতাকা রয়েছে। এই জাতীয় পতাকা প্রতিটি দেশের মর্যাদার প্রতীক, আমাদের ভারতের জাতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকার ঐতিহ্যগত গুরুত্ব অপরিসীম। এই পতাকার ব্যাবহারিক গুরুত্ব নিম্নরূপ -

(১) যেখানে জাতীয় পতাকা উত্তোলিত হবে, সেখানে পতাকার স্বাতন্ত্র্য বোধ গড়ে তুলতে হবে। 

(২) পতাকাটি যে-কোনো সরকারি ভবনে উত্তোলিত করা হবে। এই পতাকাটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উড়বে।

(৩) বাজনার সাথে সাথে জাতীয় পতাকা ওঠাতে-নামাতে হবে।

(৪) জাতীয় পতাকার গেরুয়া রং সর্বদা ওপরে থাকবে।

(৫) কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না।

(৬) জাতীয় পতাকা কখনো ছেঁড়া, ফাটা কিংবা বিবর্ণ হিসেবে উত্তোলন করা যাবে না।

(৭) স্কুল-কলেজ, খেলার মাঠে, ক্যাম্পে, কিংবা যে-কোনো বিশেষ অনুষ্ঠানে পতাকাকে যথেষ্ঠ সম্মান ও শ্রদ্ধার সাথে স্যালুট করতে হবে।

(৮) জাতীয় পতাকাকে কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা চলবে না।

(৯) রাষ্ট্রীয় শোক পালনের ক্ষেত্রে জাতীয় পতাকার আবৃত করা হলেও কিন্তু চিতায় তাকে দেওয়া যাবে না।

(১০) বিশেষ জাতীয় দিনে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, কিংবা যে-কোনো জাতীয় দিবসে সর্বসাধারণ এই পতাকা ব্যবহার করতে পারে। 

(১১) প্রত্যেক ভারতবাসীকে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার সঙ্গে নিতে হয়।

 পরিশেষে বলা যায় যে, ভারতের গৌরবানবিত এই পতাকাকে শ্রদ্ধার স্যালুট জানানো আমাদের সকলের প্রধান ও নৈতিক কর্তব্য।


(খ) তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে যে বিষয়ে একটি পোস্টার তৈরি করো।

উত্তরঃ 

তাপপ্রবাহ জনিত অসুস্থতা থেকে বাঁচতে গৃহীত পদক্ষেপ

(১) পর্যাপ্ত পরিমানে জল পান করা।

(২) রৌদ্রের মধ্যে অকারনে রাস্তায় না বেরোনো।

(৩) গরমে হাল্কা সুতির বস্ত্র পরা।

(৪) বাড়ির বাইরে কোথায় গেলে পর্যাপ্ত পরিমানে পানীয় জল নিয়ে যাওয়া।

(৫) মশলা জাতীয় খাবার না খাওয়া।

(৬) শরীর থেকে বেশী পরিমানে ঘাম বেরিয়ে গেলে ORS বা সেলাইন খাওয়া।

(৭) বাইরের খাবার একেবারেই না খাওয়া।

 

Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close