মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
ষষ্ঠ শ্রেনি
১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
১.১ 'ও তো পথিক জনের ছাতা' - পথিক জনের ছাতাটি কী?
উত্তরঃ উদ্ধৃত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা 'ভরদুপুরে' কবিতার অংশ। কবিতায় অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে।
১.২ 'কী দেখছিলে বাইরে'? - এই প্রশ্নের উত্তরে শংকর কী বলেছিল?
উত্তরঃ উদ্ধৃত অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেনাপতি শংকর' গল্পের অংশ। শিক্ষক বিভীষণ দাস, শংকরকে ক্লাসে অমনযোগী দেখে প্রশ্ন উদ্ধৃত প্রশ্নটি করেছিল এবং শংকর তখন ঘাবড়ে গিয়ে শিক্ষক মহাশয়কে উত্তর দিয়েছিল যে সে শঙ্খচিল দেখছিল।
১.৩ 'স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে।' - কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে?
উত্তরঃ উদ্ধৃত অংশটি কবি হাইনরিখ হাইনে - র লেখা 'পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি' কবিতার অংশ। আলোচ্য অংশ পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। পাইন গাছটি দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে।
১.৪ 'মন-ভালো-করা' কবিতার কবি রোদ্দুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যাইয়ের লেখা 'মন-ভালো করা' কবিতায় কবি রোদ্দুরকে মাছরঙা পাখির গায়ের রঙের সাথে তুলনা করেছেন।
১.৫ 'একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে, পশুদের ভাষার জ্ঞান'। - কে একথা বলেছেন?
উত্তরঃ আলোচ্য অংশটি সুবিলয় রায়চৌধুরীর লেখা 'পশুপাখির ভাষা' রচনার অংশ। উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন ক্যাস্টাং সাহেব।
১.৬ 'ঘাসফড়িং' কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং -এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল?
উত্তরঃ কবি অরুন মিত্রের লেখা 'ঘাসফড়িং' কবিতায়, কবি যখন ঝিরঝিরে বৃষ্টি পর ভিজে ঘাসে পা দিয়েছিলেন, তখনই এক ঘাস ফড়িং এর সাথে কবির আত্মীয়তা শুরু হয়েছিল।
১.৭ কুমোরে পোকা কীভাবে মাকড়সা শিকার করে?
উত্তরঃ গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত 'কুমোরে - পোকার বাসাবাড়ি' রচনায়, কুমোরে - পোকা যখনই মাকড়সা দেখতে পায় সাথে সাথে ছুটে গিয়ে সেই মাকড়সার ঘাড় কামড়ে ধরে এবং তারপর মাকড়সার শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এইভাবে কুমোরে পোকা মাকড়সা শিকার করে।
২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয় -
অতঃ+এব=অতএব
ছন্দঃ+বদ্ধ=ছন্দবদ্ধ
সরঃ+বতী=সরস্বতী
নিঃ+অবধি=নিরবধি
উত্তর ঃ নিঃ+অবধি=নিরবধি
২.২ যেটি জোড়বাঁধা সাধিত শব্দ নয় -
দয়াময়
দশানন
তেলেভাজা
সিংহাসন
উত্তরঃ দয়াময়
২.৩ বিসর্গসন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে, এমন দুটি উদাহরণ দাও।
উত্তরঃ আবিঃ+ভাব =আবির্ভাব
নিঃ+বল = নির্বল
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ