Model Activity Task
Bengali
Class - VI
বিষয় ঃ এক ভূতুড়ে কান্ড
লেখক ঃ শিবরাম চক্রবর্তী
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
1) লেখক হুড্রুর দিকে পাড়ি জমিয়ে ছিলেন -
(a) রিক্সা চেপে
(b) সাইকেল চেপে
(c) ট্যাক্সি চেপে
(d) বাসে চেপে
উত্তরঃ (b) সাইকেল চেপে
2) সেদিন পর্যন্ত এধারে কীসের উপদ্রবের কথা শোনা গিয়েছিল? -
(a) ডাকাতের
(b) ভাল্লুকের
(c) হায়নার
(d) বাঘের
উত্তরঃ (d) বাঘের
3) লেখক কার সঙ্গে কোনো দিনই পারেন না? -
(a) শত্রুর সঙ্গে
(b) ভয়ের সঙ্গে
(c) যুক্তির সঙ্গে
(d) আলস্যের সঙ্গে
উত্তরঃ (d) আলস্যের সঙ্গে
2. একটি বাক্যে উত্তর দাও :
1. রাঁচি কী জন্য বিখ্যাত?
উত্তরঃ শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুরে কান্ড গল্পে রাঁচি বিখ্যাত কারন রাঁচিতে পাগলাগারদ আছে বলে।
2. 'যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়' - প্রবাদের অর্থ কী?
উত্তরঃ এই প্রবাদটির মর্মার্থ হলো যেখানে যে বিষয়ের আশঙ্কা করা হয় সেইখানে সেই দুর্ঘটনাই ঘটে।
3. ভূতদের স্বভাব কেমন?
উত্তরঃ শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুরে কাণ্ড গল্পে ভূতদের স্বভাব উইকেড বা শয়তান প্রকৃতির হয়।
4. ঘণ্টাদুয়েক পর গাড়িটা কোথায় পৌঁছেছিল?
উত্তরঃ ঘন্টাদুয়েক পর গাড়িতা একটা লেবেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছিল।
Other Model Activity Task : Model Activity Task 2022
ধানবাদ
উত্তরমুছুনধানবাদ/রাচি/হ্রুড্ড/পাড্ডু
উত্তরমুছুন