মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
ষষ্ঠ শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১. 'বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?' - কে, কাকে একথা বলেছেন? তাঁর একথা বলার কারণ কী?
উত্তরঃ সেনাপতি শংকর গল্পে শিক্ষক বিভীষণ দাস শংকরকে একথা বলেছে।
শিক্ষক যখন এমু পাখির কথা বলেছিল তখন শংকর স্কুলের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আনমনা হয়ে পড়ে ছিল তখন শিক্ষক রেগে গিয়ে বললেন আমি কী পড়াচ্ছ বলো তো? শংকর উত্তরে বললো এমু পাখি। খুব গায় ছাই রং, বাজপাখির চেয়ে বড়ো, চওড়া বুক, উড়ে গেলে ডানায় বাতাস কাঁটার শব্দ শোনা যায়। তখন শিক্ষক রেগে গিয়ে বললেন এটা কী পঞ্চানন অপেরা পেয়েছে।
২. 'তাই তারা স্বভাবতই নীরব।' - বক্তা কে? কাদের সম্পর্কে, কেন তিনি একথা বলেছেন?
উত্তরঃ সুবিনয় রায়চৌধুরি রচিত 'পশুপাখির ভাষা' রচনায় 'তাই তারা স্বভাবতই নীরব' উক্তিটির বক্তা হলেন ক্যাস্টাং সাহেব।
ক্যাস্টাং সাহেব বলেন পোষা জন্তুরা নাকি জঙ্গলের জন্তুদের থেকে অনেক চেঁচামেচি করে, কিন্তু জঙ্গলি জন্তুরা শব্দ রড়ো একটা শোনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব।
৩. 'বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস।' - কোন্ রচনার অংশ? কাদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন? তাঁর এমন মন্তব্যের কারণ কী?
উত্তরঃ 'বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস' এটি গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি রচনার অংশ।
এক প্রকার কালো রঙের লিকলিকে কুমোরে - পোকার কথা লেখক গোপালচন্দ্র বলেছেন। কারন কুমোরে - পোকারা কুঠুরির মত বাসা নির্মান করে, তারপর তারা ডিম পাড়ে। ডিম পাড়া সম্পূর্ণ হয়ে গেলে সে তার ইচ্ছামত যেকোন স্থানে চলে যায়, বাসার আর কোনো খোঁজ খবর নেয় না, বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস।
৪. 'আঁচল পেতে বিশ্বভুবন
ঘুমোচ্ছে এইখানে।' - কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও।
উত্তরঃ ভরদুপুরের যে রূপ কবি দেখেছেন তাতে মনে হয়েছে ওই সময়টা যেন ঘুমের দেশে চলে গেছে। অশ্বত্থ গাছের দাঁড়িয়ে থাকা রাখালের উদাসীনতা, নদীর ধারে খড়ের আঁটি বোঝাই নৌকা বেঁধে মানুষজনের ঘুমানো। সব মিলিয়ে ওই ভরদুপুরে সবাই যেন ঘুমোচ্ছে, আর শুধুমাত্র মানুষ নয়, সমস্ত পৃথিবী ভরদুপুরে এই বিশ্রামে রত। পরিবেশ ছড়িয়ে রয়েছে নির্জনতা, একটা ক্লান্তিভাব। সে জন্যই দুপুরের এই সামগ্রিক পরিবেশ কবির মনে বিশ্বভূবন ঘুমানোর ভাবনাকে মনে করিয়েছে।
৫. বরফের দেশের পাইনগাছ মরুভূমির পামগাছের স্বপ্ন দেখেছে কেন?
উত্তরঃ পাইন গাছ যেখানে থাকে, তার সেখানে ভালো লাগে না, তার ভালোলাগে দূরের কিছুকে। আর এখানে বরফের অতিরিক্ত ঠাণ্ডা পাইনগাছের কষ্ট ও যন্ত্রণার কারণ। তার কাছে গরম দেশ বা জায়গায় স্বপ্ন দেখার বিষয়, অর্থাৎ ঠান্ডার থেকে তার কাছে গরম জায়গায় প্রত্যাশিত। সেই জন্যই বরফের দেশের পাইনগাছ মরুভূমির দেশের পামগাছের স্বপ্ন দেখে।
৬. ব্যুৎপত্তিগত অর্থ বলতে কী বোঝায়?
উত্তরঃ ব্যুৎপত্তিগত অর্থ বলতে বোঝায় বিশেষ ভাবে বিশ্লেষণ করা।
৭. সিদ্ধ / মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও।
উত্তরঃ যে শব্দকে অর্থপূর্ণ কোন অংশে বিভক্ত বা ভাঙা যায় না তাকে সিদ্ধ বা মৌলিক শব্দ বলে।
উদাহরন - গোলাপ ফুল লাল।
Other Model Activity Task : Model Activity Task 2022
Very good
উত্তরমুছুন