Current Affairs / 14-06-2021
প্রশ্নঃ নীচে দেওয়া শব্দের অক্ষরগুলি দিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না?
CELEBRATION
(ক) TAILOR
(খ) ACTION
(গ) CREATE
(ঘ) BREATH
উত্তরঃ (ঘ) BREATH
প্রশ্নঃ নাক, হাত ও শরীর বোঝাচ্ছে কোন চিত্র?
(ক)
উত্তরঃ (খ)প্রশ্নঃ AZY, EXW, IVU, ? -
(ক) MTS
(খ) MAR
(গ) NRQ
(ঘ) LST
উত্তরঃ (ক) MTS
প্রশ্ন ঃ
(খ)
(গ)
(ঘ)
উত্তরঃ (খ)
প্রশ্নঃ Statements : সব বই হল ক্যালকুলেটর। কিছু চামচ হল বই
Conclusion : (i) কমপক্ষে কিছু চামচ হল ক্যালকুলেটর
(ii) কমপক্ষে কিছু ক্যালকুলেটর হল বই
(ক) only i ঠিক
(খ) only ii ঠিক
(গ) i অথবা ii ঠিক
(ঘ) i ও ii দু'টোই ঠিক
উত্তরঃ (ঘ) i ও ii দু'টোই ঠিক
প্রশ্ন: যদি 15×17=48, 92×23=55, 37×44=80 হয়,তবে 54×32=?
(ক) 87
(খ) 54
(গ) 100
(ঘ) 45
উত্তরঃ (ঘ) 45
প্রশ্ন: নিচের সিরিজে ভুল সংখ্যাটি নির্ণয় করুন-
1,3,10,21,64,129,356,777
(ক) 21
(খ) 129
(গ) 10
(ঘ) 356
উত্তরঃ (ঘ) 356
প্রশ্ন: 6:222::7:?
(ক) 210
(খ) 336
(গ) 343
(ঘ) 350
উত্তরঃ (ঘ) 350
প্রশ্ন: কোন একটি কোড ভাষায় 'Come again' কে 'ho no' লেখা হয়, 'Come over here'কে 'pa no to'লেখা হয়, ও 'over and above' কে 'ki ta ja'লেখা হয়, তাহলে ওই কোড ভাষায় here কে কি লেখা হবে?
(ক) pa
(খ) no
(গ) to
(ঘ) ja
উত্তরঃ (ক) pa
প্রশ্ন: একটি বাক্সে 15 ডজন মোমবাতি আছে। এরকম 39টি বাক্সে কত মোমবাতি থাকবে?
(ক) 7020
(খ) 6660
(গ) 6652
(ঘ) 3510
উত্তরঃ (ক) 7020
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের একটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ