LightBlog
WB Class 5 Science Model Activity Task - 3 WBBSE পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩
Type Here to Get Search Results !

WB Class 5 Science Model Activity Task - 3 WBBSE পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩

 Model Activity Task

আমাদের পরিবেশ

Class - V


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো :


১. তরাই অঞ্চল সৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো।

উত্তরঃ উত্তরবঙ্গের নদীগুলি যেমন - তিস্তা তোর্সা জলঢাকা, মহানন্দা, কালজানি ইত্যাদি। নদীগুলি বরফগলা জলের নদী। এরা পাহাড় থেকে পলি, বালি বয়ে নিয়ে আসে পাদদেশে। তার সঙ্গে নুড়ি, কাঁকড় বয়ে আনে। এইভাবে দার্জিলিং জলপাইগুড়ির দক্ষিণভাগ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তরভাগ জুড়ে স্যাঁতস্যাঁতে তরাই অঞ্চল সৃষ্টি হয়েছে।


২. পশ্চিম বর্ধমান জেলায় সদর শহরের নাম এবং সেটি কীসের জন্য বিখ্যাত তা লেখো।

উত্তরঃ পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম আসানসোল।

     আসানসোল বিখ্যাত কারণ এখানে তিনটি কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এখানে বিখ্যাত লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। এই শহরটি গ্র্যান্ট টাঙ্ক রোড দ্বারা এবং রেল পথ দ্বারা দূর্গাপুর, কলকাতা ও বর্ধমান শহরের সাথে যুক্ত। এটি একটি গুরুত্বপূর্ণ কয়লা-বাণিজ্য এবং রেলওয়ে কেন্দ্র, বড় রেলওয়ে কর্মশালা এবং একটি রেলওয়ে কলোনীও এখানে আছে।


৩. 'অরণ্য সপ্তাহ' পালন করা দরকার কেন?

উত্তরঃ বর্তমান অরণ্য দিন দিন কমে যাচ্ছে তাই অন্তত একতি সপ্তাহ অরণ্য সপ্তাহ হিসাবে আমাদের পালন করা উচিত সেদিন উচিত আমাদের অনেক গাছ লাগানো যাতে প্রকৃতির ভারসাম্য রক্ষিত হয়।


৪. বেশি কীটনাশক ব্যবহার করলে কী কী ক্ষতি হবে?

উত্তরঃ বেশি কীটনাশক ব্যবহার করলে যে যে ক্ষতি হয় তা নীচে আলোচনা করা হলো -

(ক) জমির উর্বরতা কমে যায়।

(খ) কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে জল দূষণ ঘটায়।

(গ) শত্রু পোকার সাথে সাথে বন্ধু পোকারাও মারা যায়।

(ঘ) খুব বেশী কীটনাশক ব্যবহার করলে গাছ মারা যায়।


৫. লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় সম্বন্ধে লেখো।

উত্তরঃ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের প্রধান উপায়গুলি নীচে আলোচন করা হলো -

(ক) লুপ্তপ্রায় মাছগুলো ধরা নিষেদ এমনকি সরকারি নিষেধাজ্ঞা জারি করতে হবে।

(খ) লুপ্তপ্রায় মাছগুলো হাটে বাজারে কেনা বেচা নিষিদ্ধ করতে হবে।

(গ) লুপ্তপ্রায় মাছের তালিকা বের করে সেই মাছ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

(ঘ) সরকারি ভাবে পঞ্চায়েতের অধীনে দু-একটা পুকুরে এই সমস্ত লুপ্তপ্রায় মাছের চাষ করতে হবে।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close