মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
পঞ্চম শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. ORS তৈরিতে কী কী উপাদান প্রয়োজন?
উত্তরঃ ORS তৈরিতে প্রধান উপাদান হল -
(ক) চিনি
(খ) লবন
(গ) জল
২. কী কী কারণে ভূমিক্ষয় হয়?
উত্তরঃ নীচে ভূমিক্ষয়ের প্রধান কারনগুলি হলো -
(ক) নির্বিচারে গাছ কাঁটা হল ভূমিক্ষয়ের প্রথম এবং প্রধান কারন।
(খ) অনিয়ন্ত্রিত পশুচারন মাটিক্ষয়ের প্রধান কারন।
(গ) পাহাড়ি অঞ্চলে ধাপচাষ হল ভূমিক্ষয়ের অন্যতম কারণ।
(ঘ) তাড়াছা অতিরক্ত বর্ষার জলে বন্যা হলে মাটি ক্ষয় হয়।
৩. মানবদেহের তিনটি বড়ো হাড়ের নাম লেখো ও সেগুলি কোথায় পাওয়া যায় তা লেখো।
উত্তরঃ
মানবদেহের তিনটি বড়ো হাড়ের নাম ও তাদের অবস্থান ঃ
হিমেরাস - কাঁধ থেকে কনুই পর্যন্ত
কশেরুকা - মেরুদন্ড
ফিমার - কোমর থেকে হাঁটু পর্যন্ত
৪. মাটির একটি উপকারী ও দুটি অপকারী উপাদানের নাম লেখো।
উত্তরঃ
মাটির একটি উপকারী উপাদান - গাছের পাতা
মাটির একটি অপকারী উপাদান - কাঁচ, পলিথিন
৫. তোমার জানা তিনটি অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও।
উত্তরঃ
তিনটি অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হল - মশা, মাছি ও কেঁচো।
Other Model Activity Task : Model Activity Task 2022
Thanks
উত্তরমুছুনআয়রে ছুটে ছোটরা ছোটদের কেন ছুটে আসতে হবে উত্তর
উত্তরমুছুন