মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
পঞ্চম শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত?
উত্তরঃ পুকুরের জল পরিষ্কার রাখতে যে যে নিষেধাজ্ঞা জারি করা উচিত তা নীচে আলোচনা করা হলো -
প্রথমত, পুকুর পাড় পরিষ্কার রাখতে হবে। সেই সাথে কোনো আবর্জনা পুকুর পাড়ে রাখা যাবে না।
দ্বিতীয়ত, গরু - ছাগোলের স্নান করানো নিষেধ করতে হবে।
তৃতীয়ত, বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে।
চতুর্থত, জলাশয়ের কীটনাশক মিশ্রিত জল কিংবা নদীর দূষিত জল পুকুরে প্রবেশ করতে দেওয়া যাবে না।
২. কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন?
উত্তরঃ কম গভীর টিউবওয়েলের জল খাওয়া অনুচিতের প্রধান কারন হলো - আশেপাশের পুকুর বা জলাশয়ের জল চুঁইয়ে পড়ে। এছাড়া কম গভীর টিউবওয়েলের জলে আর্সেনিক থাকে তাই, কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয়।
৩. কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয়?
উত্তরঃ কোনো অঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণ করা উচিত কারন হলো - যদি জীববৈচিত্র্য সংরক্ষন করা না হয় তাহলে দেখা যাবে ধীরে ধীরে মূল্যবান উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। ফলে কিছু উদ্ভিদ থেকে প্রাপ্ত ঔষধ ও অন্যান্য বস্তু একই ভাবে প্রাণী থেকে প্রাপ্ত থেকে হাড়, চামড়া ইত্যাদি খুবই সংকট দেখা যাবে। মানব জীবনে খুবই প্রভাব পরবে, পাশাপাশি বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে।
৪. "পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে"। - এর সত্যতা প্রমাণে একটি ঘটনা উল্লেখ করো।
উত্তরঃ পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে এর সত্যতা প্রমাণের একটি ঘটনা - একবার আমি দেখলাম সারিবদ্ধ হয়ে অনেক পিঁপড়ে মুখে করে সাদা সাদা খাবার নিয়ে যাচ্ছে। ঠাকুমাকে জিজ্ঞাস করায় বলল খাবার নয় ওগুলি ওদের ডিম। বৃষ্টি হবে তাই ওরা অন্য জায়গায় চলে যাচ্ছে। কিছুক্ষন পরে দেখলাম সত্যিই বৃষ্টি শুরুহল।
Other Model Activity Task : Model Activity Task 2022
English
উত্তরমুছুনEnglish
উত্তরমুছুনModEl activity task 1and 2. English
উত্তরমুছুন