Model Activity Task
Bengali
Class - V
লেখক : ভবানীপ্রসাদ মজুমদার
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
1.1 হাবু থানায় নালিশ জানাতে গিয়ে ছিল -
(a) ভোরে
(b) দুপুরে
(c) বিকেলে
(d) সন্ধ্যায়
উত্তর : (a) ভোরে
1.2 হাবু পাগল বলেছে তার -
(a) বড়দাকে
(b) মেজদাকে
(c) সেজদাকে
(d) ছোটদাকে
উত্তর : (c) সেজদাকে
1.3 দারোগাবাবুর পরামর্শ শুনে হাবু হয়েছিল -
(a) কাবু
(b) খুশি
(c) ক্রুদ্ধ
(d) বিরক্ত
উত্তর : (a) কাবু
2. একটি বাক্যে উত্তর দাও :
2.1 হাবুর বড়দার পোষা বিড়ালগুলো কেমন?
উত্তর : ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবুর পোষা বিড়ালগুলো ছোটো-বড়ো।
2.2 হাবু মেজদাকে কি করতে বারণ করেছিল?
উত্তর : ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু মেজদাকে বাড়িতে আটটি কুকুর পূষতে বারন করেছিল।
2.3 হাবু সারাদিন রাত কি করে?
উত্তর : ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু সারাদিন রাত মনের দুঃখে ভগবানকে ডাকে।
2.4 হাবু তার পায়রা উড়ে যাবার কথা কেমন ভাবে জানিয়েছিল?
উত্তর : ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু তার পায়রা উড়ে যাবার কথা করুন্সুরে জানিয়েছিল।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ