LightBlog
WB Class 5 Bengali Model Activity Task - 2 WBBSE পঞ্চম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২
Type Here to Get Search Results !

WB Class 5 Bengali Model Activity Task - 2 WBBSE পঞ্চম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২

 ডেল অ্যাক্টিভিটি টাস্ক

বাংলা

পঞ্চম শ্রেণি


১. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১.১ 'কি আছে মোর তোল্পিটায়/ দেখবি যদি জলদি আয়।' - গল্পবুড়ো তল্পিতে কি কি দেখতে পাওয়া যাবে?
উত্তরঃ গল্পবুড়োর তল্পিতে দত্যি, দানব, রাজপুত্তুর, কেশবতী রাজকন্যা, পক্ষিরাজ দেখতে পাওয়া যায়।

১.২ 'এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।' - বুনোহাঁস গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও।
উত্তরঃ সারা শীতকাল বুনো হাঁস দুটি জোয়ানদের তাবুতে থেকে গেল। আস্তে আস্তে আহত বুনো হাঁসের ডানা সারল। হাসটি একটু একটু করে উড়তে চেষ্টা করল। তাবুর ছাদ অবধি উড়ে আবার ধুপ করে পড়ে যেত। এভাবেই সারা শীতকাল কেতে গেল। তারপর একদিন জোয়ানেরা সকালে কাজ সেরে ফিরে এসে দেখল হাঁসদুটি উড়ে চলেগেছে।

১.৩ 'শুনেই হাবু বেজায় কাবু...' - কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়ল?
উত্তরঃ দারোগাবাবুর পরামর্শ অনুযায়ী সব দরজা জানলা খুলে রাখা লোহার দেড়শো পোষা পায়ড়া উড়ে যেত। তাই দারোগাবাবুর পরামর্শ শুনতেই কাবু হয়ে পড়ল।

১.৪ 'ঝড় বাদলের রাতে স-ব শোনা যায়।' - কি শোনা যায় বলে বক্তার বিশ্বাস?
উত্তরঃ এতোয়া ভাবে লোকেদের বলা যুদ্ধের কথা ভজন ভুক্তার বলা এক শুরবীর আদিবাসী রাজার কথা। যার রাজ্য পাট চলে যাওয়ায় সে ঘন্টা আর তির ধনুক নিয়ে ডুলং নদীতে ঝাপ দিয়েছে। সে সেখানে অপেক্ষা করে আছে আবার তার রাজত্ব উদ্ধারের আশায়। তার গর্জন আর ঘন্টার আওয়াজ এখন ও ঝড় বাদলের রাতে শোনা যায়।

১.৫ 'ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর' - তার পরবর্তী পরিস্থিতির কথা 'পাখির কাছে ফুলের কাছে' কবিতা অনুসরণে লেখো।
উত্তরঃ কবি রাতের বেলা নারকেল গাছের লম্বা মাথার উপর ডাবের মতো  ঠান্ডা ও গোলগাল চাঁদ দেখে ঘর থেকে বেড়িয়ে পড়েন। ঝিমধরা শহরটা থরথর করে কাঁপছিল মিনারটাকে দেখে মনে যেন কেউ দাঁড়িয়ে আছে পাথরঘাটার নির্জেটাকে মনে হয় যেন লাল পাথরের ঢেউ। দরগাতলা পেরতেই পাহাড় অবিকে আয় আয় বলে ডাক দেয়। সেখান থেকে এগোতেই তিনি দেখলেন জোনাকির দরবার বসেছে লাল দিঘির পাড়ে। কবিকে দেখে দিঘির কালো জল ডাক দেয় বলে তার পকেট থেকে পদ্য লেখার খাতা বার করতে। আজ রাতে রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে। এই কথায় ফুল ও পাখিরা সবাই কলরব করে হেসে ওঠে। অগত্যা কবি ছড়ার বই খুলে বসেপাখির কাছে ফুলের গাছ নিজের মনের কথা বলতে থাকেন।

১.৬ 'খাব না তো আমি' - কথাটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছে?
উত্তরঃ কথাটি বিমলার অভিমান কবিতায় চারবার ব্যবহৃত হয়েছে।
        বিমলা নামক মেয়েটি বড়োই অভিমান হয়েছে, কারন তার মা তার থেকে দাদা এবং ছোটো ভাই অবনীকে বেশি পরিমানে ক্ষীর খেতে দিয়েছে। তার কথা হল যখনই কোন কাজের দরকার পড়ে যেমন - ফুল আনা, ছাগল তাড়ানো, খোকার ভার নেওয়া তখনি তার ডাক পড়ে। যার যত ফরমাশ আসে সব তাকে পূরন করতে হয় তাতে সে বাঁচুক বা মরুক। কিন্তু যেই খাবার দেওয়ার সময় আসে তখনই তাকে ভুলে যায়। দাদ বড়ো বেশি খাবে, ভাই অবনী ছোটো বেশি খাবে এমনটা হয়। যেমন দুধারে সোনার চুড়োর মাঝে সে এক খানি ছায়ের নুড়ো। তাই বুঝি সংসারে বিমলার কোনো দাম নেই। এজন্য বিমলা ঠিক করেছে যে কোনো মতেই সে খাবে না।

২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ ঠিক উত্তরটি হল - উৎ+মেষ=উন্মেষ/ পদ্+ধতি=পদ্ধতি/ রাজ+নী=রাজ্ঞী/ ষষ্+ঠ=ষষ্ঠ।
উত্তরঃ উৎ+মেষ=উন্মেষ

২.২ গাঢ় নীল আকাশ মাথার উপর। - নিম্নরেখাঙ্কিত পদটি হলো সকর্মক ক্রিয়া/নাম বিশেষণ/বিশেষণের বিশেষণ/ ক্রিয়া বিশেষণ।
উত্তরঃ বিশেষণের বিশেষণ

২.৩ সন্ধি বিচ্ছেদ করো - পরিষ্কার।
উত্তরঃ পরিঃ + কার

Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close