মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
পঞ্চম শ্রেণি
নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ :
১. গল্পবুড়ো কেন ছোটদের ছুটে আসার ডাক দিয়েছেন?
উত্তর : গল্পবুড়ো তার তল্পিতে কি আছে তা দেখানোর জন্য ছোটদের ছুটে আসার জন্য ডাকছিলেন।
২. লাডাকে জোয়ানদের ঘাঁটিতে বুনো হাঁসেরা কি করেছিল?
উত্তর : জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। বুনো হাঁসদুটি সেখানে থাকত টিনের মাছ, তরকারি, ভাত, ফলের কুচি, এইসব খাবার তারা খেত। হাঁসদুটিকে দেখাশোনা করা জোয়ানদের কাছে একটা আনন্দের কাজ হয়ে দারিয়েছিল।
৩. এতোয়া কিভাবে সারাদিন ঘুরে বেড়ায়?
উত্তর : হাটের দোকানির দোকান ঝটপট দিয়ে এতোয়া একটি বস্তা চেয়ে নিয়ে আমবাগানে বাবুর গোরু চরাতে চরাতে কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ। মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে, মজা পুকুরের পাড় থেকে তোলে শাক তারপর গোরু নিয়ে সে ডুলং নদী পেরিয়ে নদীর চরে ওঠে। ঘন সবুজ ঘাস বনে গোরু মোষ ছেড়ে দিয়ে দৌড়ায় সুবর্ণরেখা চড়ায়। বাঁশ দিয়ে বোনা জালটা সেখানে পাতে। আর মনে মনে নিজেকে রাজা ভাবতে থাকে।
৪. বিমলার অভিমানের কারণ কি?
উত্তর : বিমলার অভিমান করার কারনটি সঙ্গত। সকাল থেকে সন্ধে অবধি বাড়ির যাবতীয় কাজকর্ম বিমলা করে। সকলের ফাই ফরমাস খাটে। কিন্তু বাড়িতে খাবার এলে পরিমাণে সে সব থেকে কম পায়। তখন আর তার কথা কারোর মনে পড়ে না। তার দাদা বড়ো বেশি খাবে আর ভাই ছোটো তাই বেশি খাবে। সে মধ্যিখানে পড়ে যেন ছায়ের নুড়ো হয়েগেছে। তাই তার অভিমান মূলত তার বাবা মা এবং বাড়ির বড়োদের ওপর। তার এই অভিমানটি তার না খাওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে ফুটে ঊঠেছে।
৫. শব্দ এবং পদ এর মধ্যে পার্থক্য কোথায়?
উত্তর : শব্দ বিভক্তি যুক্ত হয়ে পদে পরিনতি হলে তবেই বাক্য স্থান লাভের যোগ্যতা পায়। তাই বাক্যে স্থান লাভের যোগ্যতা পদ পেলেও শব্দ পায় না। অর্থাৎ বলা যায় প্রতিটি নামপদই মূলত শব্দ, কিন্তু কেবল শব্দ কখনো পদ নয়।
Other Model Activity Task : Model Activity Task 2022
Op bay op
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনNice
উত্তরমুছুন