মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
চতুর্থ শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. পৃথিবী থেকে বাঘের হারিয়ে যাওয়ার পথে। কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়?
উত্তরঃ পৃথিবী থেকে বাঘের হারিয়ে যাওয়ার কারন গুলো নীচের আলোচনা করা হল -
(ক) মানুষ জঙ্গল কাটার ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে।
(খ) বাঘের শিকার করার জায়গা কমছে।
(গ) বাঘের খাবার অর্থাৎ হরিন বা বাঘের শিকার করার মতো পশুর সংখ্যা কমছে।
(ঘ) চোরা শিকারীরা মোটা টাকার লোভে বাঘ মেরে তার চামড়া, নখ ইত্যাদি বিক্রি করছে।
২. বাতাসের অবাঞ্চিত উপাদানগুলি কী কী?
উত্তরঃ বাতাসের অবাঞ্চিত উপাদানগুলি হলো -
(ক) ধুলো ও বালির কণা
(খ) কয়লার গুঁড়ো
(গ) ধোঁয়া
(ঘ) ছাই ইত্যাদি।
৩. বালি ও জলের মিশ্রণ থেকে কীভাবে দুটিকে আলাদা করবে?
উত্তরঃ বালি ও জলের মিশ্রণকে একটা পাত্রে কিছুক্ষণ স্থির ভাবে রেখে দেব। এতে ধীরে ধীরে পাত্রের তলায় বালি জমতে শুরু করবে। দুই থেকে তিন ঘন্টা পরে দেখা যাবে যে বালির কণাগুলো থিতিয়ে পাত্রের তলায় জমা হয়েছে এবং পরিষ্কার জল তার উপর আছে। পরে পরিষ্কার জল গড়িয়ে নিলেই জল ও বালি আলাদা হয়ে যাবে।
৪. দাঁত ভালো রাখিতে হলে আমাদের কী কী করা উচিত?
উত্তরঃ দাঁত ভালো রাখিতে হলে আমাদের যে যে কাজগুলো করা উচিত -
(ক) প্রতিদিন দিনে দুবার ব্রাশ করতে হবে, একবার ঘুম থেকে উঠে এবং আরেকবার রাতে ঘুমাতে যাওয়ার আগে।
(খ) যেকোনো খাবার খাওয়ার পর ভালো করে কুলকুচি করতে হবে।
(গ) দাঁত সমস্যা হলে ডাক্তার দেখাতে হবে।
৫. তোমার প্রিয় ঋতুর নাম ও ঋতুটির দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ আমার প্রিয় ঋতুর নাম বসন্ত।
বসন্ত ঋতুর দুটি প্রধান বৈশিষ্ট্য -
(ক) বসন্ত ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজায় ও ফুল ফোঁটে।
(খ) বসন্ত ঋতুতে কোকিলের ডাক শোনা যায়।
Other Model Activity Task : Model Activity Task 2022
পৃথিবীতে।কিভাবে।দিন।আর।রাতের।সৃষ্টি।হয়
উত্তরমুছুন