মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
চতুর্থ শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. পৃথিবীতে কীভাবে দিন আর রাতের সৃষ্টি হয়?
উত্তরঃ আহ্নিক গতির জন্য দিন ও রাতের সৃষ্টি হয়। পৃথিবীর নিজস্ব কোনও আলো নেই। সূর্যের আলোতেই পৃথিবী আলোকিত হয়। আহ্নিক গতির জন্য পৃথিবীর যেদিকে সূর্যের সামনে আসে সেদিকে সূর্যের আলোতে আলোকিত হয়, তখন ওই আলোকিত সাথসমূহে দিন হয়। আর আলোকিত অংশের উল্টো দিকে অর্থাৎ পৃথিবীর যে দিকটা সূর্যের বিপরীত দিকে সে দিকটা অন্ধকার থাকে। সেখানে সুর্যের আলো পৌঁছতে পারে না। এইসব অন্ধকার স্থানে তখন রাত হয়।
২. নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে কী কী সুবিধা হতে পারে?
উত্তরঃ নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে যে যে সুবিধা হতে পারে তা নীচে আলোচনা করা হলো -
(ক) জলসেচের সুবিধা হয়
(খ) নদীর ধারে জমি উর্বর হয় তার জন্য ভালো কৃষিকাজ হয়।
(গ) জলপথের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা হয়।
(ঘ) মাছ ধরে জীবিকা নির্বাহ করা যায়।
৩. নানান ধরনের কাজে ব্রোঞ্জের চেয়ে লোহার তৈরি নানান যন্ত্রপাতি ব্যবহার করার কী কী সুবিধা আছে?
উত্তরঃ নানান ধরনের কাজে ব্রোঞ্জের চেয়ে লোহার তৈরি নানান যন্ত্রপাতি ব্যবহারের সুবিধাগুলি হলো -
(ক) লোহার তৈরি যন্ত্রপাতি ব্রোঞ্জের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়।
(খ) চাষের যন্ত্রপাতি ব্রোঞ্জের থেকে লোহা দিয়ে বানালে অনেক সুবিধা পাওয়া যায়।
৪. তোমাকে দু রকমের অঞ্চলের কথা বলা হলো। এই দু রকম অঞ্চলে কী কী জীবিকা গড়ে উঠতে পারে তা লেখো -
(ক) নদী অথবা সমুদ্রের আশেপাশে
(খ) চাষ জমির আশেপাশে
উত্তরঃ
(ক) নদী অথবা সমুদ্রের আশেপাশে ঃ (অ) মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করা (আ) পশুপালন করা।
(খ) চাষ জমির আশেপাশে ঃ (অ) কৃষিকাজ করা (আ) খাদ্য প্রক্রিয়াকরন শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহন করা।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ