মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
চতুর্থ শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কী কী সমস্যা হতে পারে?
উত্তরঃ ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে আমাদের যে যে সমস্যা হতে পারে তা নীচে দেওয়া হল -
(ক) শ্বাসকষ্ট হয়।
(খ) অল্প হাঁটাচলা করলেই হাঁপাতে থাকে।
(গ) কোন কঠিন কাজ করতে পারে না।
২. বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় লেখো।
উত্তরঃ বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য যে যে ব্যবস্থা নেওয়া যায় তা নীচে আলোচনা করা হল -
(ক) বন জঙ্গল কাটা বন্ধ করতে হবে।
(খ) চোরা শিকার বন্ধ করতে হবে।
(গ) বিলুপ্ত প্রায় প্রাণী সম্পদ সংরক্ষণ করতে হবে।
(ঘ) সর্বপরি কঠোর আইন চালু করতে হবে।
৩. একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কীভাবে তৈরি হয়?
উত্তরঃ বাতাসের মধ্যেই জলীয় বাষ্প মিশে থাকে, যা আমরা খলি চোখে দেখতে পাই না। বরফ ভর্তি গ্লাস খুব ঠান্ডা হয়। সেই ঠান্ডা গ্লাসের স্পর্শে এসে ওই জলীয় বাষ্প জলের ফোটা তৈরি করে।
৪. একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কী কী ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো তা লেখো।
উত্তরঃ একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য যে যে ক্ষতি হতে পারে তা নীচে আলোচনা করা হল -
(ক) জলজ উদ্ভিদ, ছোটো ছোটো পোকা মাকড়, মাছ ইত্যাদির বাসস্থান নষ্ট হতে পারে।
(খ) এই পুকুরের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যেতে পারে।
(গ) এই পুকুরের জল যারা যারা ব্যবহার করে সেই সব জীবজন্তু ও মানুষের ক্ষতি হতে পারে।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ