মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
চতুর্থ শ্রেণি
১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১.১ 'সন্দেহ নাই মাত্র।' - কোন্ বিষয়ে কবির কোনো সন্দেহ নেই?
উত্তরঃ 'সবার আমি ছাত্র' কবিতায় কবি সুনির্মল বসু বলেছেন যে সারা বিশ্ব জুড়েই পাঠশালা। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য বিষয় থেকে তিনি দিনরাত্র নতুন নতুন জিনিস কৌতূহলের সঙ্গে শিখছেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
১.২ 'নরহরি দাস' গল্পে বাঘ, শিয়াল আর ছাগলছানাকে তোমার কেমন লেগেছে?
উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর 'নরহরি দাস' গল্পে আমার ছাগলছানা কে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ছাগলছানাটি ছিল খুব চালাক। এটি বাঘ এবং শিয়াল উভয়কেই বোকা বানিয়েছিল। কিন্তু বাঘ এবং শিয়াল দুটিকে অতটা ভালো লাগেনি কারন এরা দুজনেই ছাগল ছানার কাছে বোকা বনে গিয়েছিল।
১.৩ 'স্কুলের হলঘরে তাঁবু খাটানোর দু-দিন পরে ঘটনাটা ঘটেছিল।' - কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
উত্তরঃ উক্তিটি লেখক তেৎসুকো কুরোয়ানাগির 'তোত্তো - চানের অ্যাডভেঞ্চর' গল্প থেকে নেওয়া। ঘটনাটি হল তোত্তো - চান ইয়াসুকি - চানের ওর গাছে ওঠা নিমন্ত্রণ জানিয়ে ছিল, সেকথা দুজনের মা-বাবা কেউ জানতেন না।
১.৪ 'আম বাগিচার তলায় যেন তারা হেসেছে' - একথা বলা হয়েছে কেন?
উত্তরঃ গোলাম মোস্ফাফার লেখা 'বনভোজন' কবিতায় এই ঘটনাটির উল্লেখ আছে। নুরু, পুশি, আয়েশা, শফি সবাই আম বাগিচার তলায় এসে শখের রান্না করছিল। সেই জন্য ওই ছোটো ছোটো ছেলেমেয়েদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে।
১.৫ 'বিচিত্র সাধ' কবিতায় রাতের দৃশ্য কথকের চোখে কীভাবে ধরা পড়েছে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিচিত্র সাধ' কবিতায় কথক রাতে জানালা খুলে দেখেন যে পাগড়ি পড়ে পাহারা ওয়ালা গলি দিয়ে যায়। সে হাতে একটি লণ্ঠন ঝুলিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। রাত যখন দশ - এগারটা হয় তখন রাস্তার গলিতে কেউ থাকেনা। কথকেরও ইচ্ছে হয় পাহারা ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জেগে থাকতে।
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ শ, ষ, স - কে উষ্মধ্বনি বলা হয় কেন?
উত্তরঃ উষ্ম মানে শ্বাসবায়ু। শ, ষ,স - ধ্বনি উচ্চারনে সময় শ্বাসবায়ু বেশি লাগে এবং শিষ জাতীয় ধ্বনি ওই ধ্বনির সঙ্গে মিশে যায়, তাই এদের ইষ্ণধ্বনি বলে।
২.২ অল্পপ্রাণ আর মহাপ্রাণ ধ্বনির উদাহরণ দাও।
উত্তরঃ
অল্পপ্রাণ ধ্বনি ঃ - ক,খ, চ, জ, ট, ইত্যাদি।
মহাপ্রাণ ধ্বনি ঃ - খ, ঘ, ছ, ঝ, ঠ ইত্যাদি।
২.৩ স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
ক - বর্গ |
দন্ত |
চ - বর্গ |
কন্ঠ |
ট - বর্গ |
ওষ্ঠ |
ত - বর্গ |
মূর্ধা |
প - বর্গ |
তালু |
২০২১ এর চতুর্থ শ্রেণীর বাংলা মডেল অ্যাকটিভিটি টাক্স পব ৪ প্রশ্ন উত্তর
উত্তরমুছুনHemanta Barman
উত্তরমুছুন