LightBlog
WB Class 4 Bengali Model Activity Task - 3 WBBSE চতুর্থ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩
Type Here to Get Search Results !

WB Class 4 Bengali Model Activity Task - 3 WBBSE চতুর্থ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ৩

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

বাংলা

চতুর্থ শ্রেণে


নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :


১. 'জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একেকদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে।' - উবা কে? তার এভাবে বসে পড়ার কারণ কী?

উত্তরঃ উবা হলেন লেখকের বন্ধু।

    উবার বসে পড়ার কারন হল লেখকের চোখে চোখ রেখে মাটির ওপর তার কাঠকুটোর ছবি তৈরি করার জন্য।


২. 'দুঃখিনী তুই, তাইতো মা এ দুখ ঘুচাব আজ' - কথক কীভাবে তার মায়ের দুঃখ দূর করতে চায়?

উত্তরঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা 'আমি সাগর পাড়ি দেবো' কবিতা থেকে নেওয়া হয়েছ।

     দুঃখিনী মায়ের দুঃখ দূর করতে কবি বাণিজ্যে যেতে চান। সেখান থেকে কবি মাকে মণি মুক্ত এনে দেবেন যা তার মার নেই।


৩. 'এবার ফেরবার পালা।' - দক্ষিণ মেরু অভিযান থেকে ক্যাপ্টেন স্কট ও তাঁর সঙ্গীরা কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হলেন?

উত্তরঃ নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিন মেরু অভিযান গল্প থেকে নেওয়া হয়েছে।

     ফেরার পথে ক্যাপ্টেন স্কট ো তাঁর সঙ্গীদের ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগল। হাওয়া আর বয় না, তার জায়গায় বয় জমাট বরফের কণা, শুধু বরফের বৃষ্টি সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় পাঁচ জন লোক চলেছে, পথের দিশা তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে। অনাহারে সর্বশরীর অবসন্ন। তুষারপাত প্রতিদিন বেড়ে চলতে লাগল। মৃত্যুর হিম স্পর্শে তাদের অঙ্গ শিথিল হয়ে যায়। এই ভাবে তারা মৃত্যুর মুখে চলে পড়েন।


৪. 'আলো' নাটক অনুসরণে শম্ভুর সাহসিকতার পরিচয় দাও।

উত্তরঃ শম্ভু তার দাদুকে সুস্থ করার জন্য সে একা একা বনে গিয়েছিল।

     শম্ভু বনের ভিতর ঢুকতেই আমনি সরসর ফড়ফড় ঝটফট করে আলোয় অন্ধ রাশি রাশি বাদুর ডানা মেলে গুহা থেকে বাইরে বেরিয়ে এল। লণ্ঠনের আলোতে শম্ভু দেখলো ফাঁকা গুহা, তার দেয়ালের গায়ে টুপ টুপ করছে মৌচাক পাথর বেয়ে মধু গড়াচ্ছে। শিশি ভরে বাইরে বেরিয়ে দু-মুঠো হাড়ভাঙা পাতা তুলেই এসে দেখে শম্ভু কখন মেঘ কেটে গেছে, দূরে দূরে খানকতক মনমাঝোপ। আর পায়ের কাছেই গাছের তলা দিয়ে ঘরে ফেরার পথ। সুখ তুলে বুক ফুলিয়ে দৌড় শম্ভ সেই পথ ধরল চারদিক যেন গানগেয়ে উঠল, ভয়, দূর করা।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close