Current Affairs / 17-06-2021
প্রশ্ন: দুই ব্যক্তির 180 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 20 কিলোমিটার/ঘন্টা ও 25 কিলোমিটার/ঘণ্টায় গতিবেগ পরস্পরের দিকে যাত্রা শুরু করে। কত সময় পর তারা মিলিত হবে?
(ক) 3.5 ঘন্টা(খ) 4.5 ঘন্টা
(গ) 4 ঘন্টা
(ঘ) 3 ঘন্টা
উত্তর:(গ) 4 ঘন্টা
প্রশ্ন:300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্লাটফর্মকে 39 সেকেন্ডে ও একটি সিগনাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্লাটফর্মটির দৈর্ঘ্য কত?
(ক) 320 মিটার
(খ) 650 মিটার
(গ) 350 মিটার
(ঘ) 250 মিটার
উত্তর:(গ) 350 মিটার
প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিলোমিটার যায়। স্রোতের বেগ 5 কিলোমিটার/ঘন্টা হলে, স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার?
(ক) 10
(খ) 15
(গ) 20
(ঘ) 25
উত্তর:(গ) 20
প্রশ্ন:160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% এর সমান হবে?
(ক) 30
(খ) 36
(গ) 32
(ঘ) 31
উত্তর:(খ) 36
প্রশ্ন: সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে?
(ক) 1
(খ) 2
(গ) 1
(ঘ) 10
উত্তর:(ক) 1
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ