মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
চতুর্থ শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১. 'গর্তের ভিতরে কে ও?' - এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কী বলেছিল?
উত্তরঃ 'গর্তের ভিতরে কে ও?' - এই প্রশ্নের উত্তরে ছাগলছানা বলেছিল -
"লম্বা লম্বা দাড়ি
ঘন ঘন নাড়ি।
সিংহের মামা আমি নরহরি দাস
পঞ্চাশ বাঘে মোর এক-এক গ্রাস!"
অর্থাৎ সে হচ্ছে সংহের মামা নরহরি দাস।
২. কীভাবে ইয়াসুয়াকি - চান টেলিভিশন যন্ত্রটির সঙ্গে তোত্তো - চানের পরিচয় ঘটিয়েছিল?
উত্তরঃ একদিন দুই বন্ধু ইয়াসুয়াকি - চান ও তোত্তো - চান গাছের উপরে বসে গল্প করছিল। সেই প্রসঙ্গেই ইয়াসুয়াকি - চান তোত্তো - চানকে বলেন যে তার দিদি আমেরিকায় থাকে এবং দিদি তাকে বলেছে সেখানে টেলিভিশন নামে একটি যন্ত্র আছে। এই যন্ত্রটি দেখতে একটি বাক্সের মতো। জাপানে যদি টেলিভিশন আসে তাহলে তারা ঘরে বসেই সুমো পালোয়ানদের লড়াই দেখতে পারবে। ঠিক এই ভাবেই ইয়াসুয়াকি - চান তোত্তো - চানকে টেলিভিশনের সাথে পরিচয় ঘটান।
৩. 'পটগুলটিশ ওয়ার' কী?
উত্তরঃ ওয়ার কথাটির অর্থ যুদ্ধ। লেখিকা পুণ্যলতা চক্রবর্তী ছোটোবেলায় তার পিসতুতো, খুড়তুতো, জ্যাঠতুতো ভাই বোনেদের সাথে ছাদে যুদ্ধ যুদ্ধ খেলা খেলতো। এসময় তারা ছাদের এক পাশে জমা করে রাখা গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি তৈরি করতেন এবং সেগুলো দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতেন। তারা সবাই খেলাটির নাম দিয়েছিল পটগুলটিশ ওয়ার।
৪. 'মালগাড়ি' কবিতার কথক কেন 'মালগাড়ি' হতে চায়?
উত্তরঃ 'মালগাড়ি' কবিতার কথক প্রেমেন্দ্র মিত্র মালগাড়ি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি মেল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন হতে চান না। এই ট্রেন গুলোর মত মালগাড়ির যাত্রী নামানো বা তোলার কোনরকম ব্যবস্থা নেই। মালগাড়ি তার নিজের ইচ্ছামত চলে। এইভাবে নিশ্চিন্তে ও নির্দ্বিধায় চলাতেই তিনি সুখ খুঁজে পান।
৫. লুশাই পাহাড়ের বড়ো ভয়ংকর জায়গাটির পরিচয় দাও।
উত্তরঃ লুশাই পাহাড় প্রায় সাড়ে ছশো থেকে সাতশো বর্গমাইল অঞ্চল নিয়ে বিস্তৃত ছিল। চারিদিকে ছিল ঘনবন। সেখানে কোন গ্রাম ছিল না ফলে মানুষও ছিল না। এই বনে ছিল প্রচুর জানোয়ারের বাস। সন্ধ্যার পর বাঘের ভয়ে পা ফেলা যেত না। বন কিছু জায়গায় এতটাই গভীর ছিল যে মাঝে মাঝে সেখানে আকাশ দেখা যেত না। লুসাই পাহাড়ের ভয়ঙ্কর জায়গাটি ছিল ঠিক এই রকমই।
৬. মূর্ধণ্যধ্বনি বলতে কী বোঝো?
উত্তরঃ যে ব্যঞ্জনধ্বনি উচ্চারনের সময় আমাদের জিভ মূর্ধা স্পর্শ করে তাকে মূর্ধন্যধ্বনি বলা হয়। যেমন - ট, ঠ, ড, ঢ, ণ এদের অন্য নাম 'ট' বর্গ।
Other Model Activity Task : Model Activity Task 2022
Very nice
উত্তরমুছুনমডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা চতুর্থ শ্রেণি
উত্তরমুছুনমডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা চতুর্থ শ্রেণি
উত্তরমুছুননেটের মাধ্যমে খোঁজা টা যদি আরো সজা করে দেন তার হলে খুব সুবিধা হয়। যদি নির্দিষ্ট wb সাইড থাকে তা হলে ভালো হতো।
উত্তরমুছুন