মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
তৃতীয় শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. যেসব জায়গায় বন্যা বেশি হয়, সেখানে কীভাবে বাড়ি বানানো দরকার?
উত্তরঃ যে যে জায়গায় বন্যা বেশি হয়, সেই সব জায়গায় অনেক দিন বন্যার জল জমে থাকে। তাই
(ক) ওই সব জায়গায় বাড়ির ভিত বা মেঝেটা বেশি উঁচু করে করা দরকার।
(খ) পাকা বাড়ি করলে একতলায় বাড়ি না করে কয়েকটা পিলারের উপর ছাদ ঢালাই করে তার উপর দোতলায় থাকার ঘর করা দরকার।
(গ) বাড়ির উঠোন ও চারপাশ মাটি দিয়ে উঁচু করা দরকার যাতে বন্যার জলে বেশিদিন জমে না থাকতে পারে।
(ঘ) তাছাড়া চারপাশে গাছ লাগাতে হবে যাতে জলের চাপ বাড়ির ওপর বেশি না পড়ে বা সহজেই মাটি ধুঁয়ে চলে না যায়।
২. তোমার পরিবারের কোনো বয়স্ক সদস্য ভারী ব্যাগ হাতে বাড়িয়ে এলেন। সেই সময়ে তোমার বাড়ির অন্য কোনো বড়ো সদস্য উপস্থিত নেই। এক্ষত্রে তোমার কী করা উচিত?
উত্তরঃ তিনি আমার পরিবারের সদস্য, তাই তিনি বাড়ি আসা মাত্রই আমি তাঁর কাছে ছুটে যাব এবং -
(ক) প্রথমে তাঁর হাত থেকে ভারী ব্যাগটি নামিয়ে রাখতে সাহায্য করবো।
(খ) তারপর তাঁর হাত-পা ও চোখ-মুখ ভালোকরে ধোয়ার জন্য জল দেব বা তাঁকে কলের পাশে নিয়ে যাব এবং তাঁকে একটা গামছা বা টাওয়াল দেব।
(গ) তারপত তাঁকে ঘরে এনে বসাব এবং তিনি ঘেমে থাকলে বাতাসের ব্যবস্থা করবো।
(ঘ) তারপর তাঁকে ঠান্ডা জল বা শরবত বানিয়ে খেতে দেব এবং বিশ্রাম নিতে বলবো।
৩. উল কীভাবে পাওয়া যায়?
উত্তরঃ উল দুই ধরন ভাবে পাওয়া যায় -
(ক) ভেড়া, ছাগল ও মোষের লোম থেকে উল তৈরি হয়, একে পশম বলে।
(খ) আর এক ধরনের খনিক তেল থেকে উল তৈরি হয়, একে বলে সিন্থেটিক উল।
৪. তোমার বাবা -র বোন তোমার কে হন এবং উনি কি তোমার পরিবারের সদস্য না নিকট আত্মীয়?
উত্তরঃ আমার বাবার বোন আমার পিসি হন।
যদি আমার পিসির বিয়ে না হয়ে থাকে এবং তিনি যদি আমাদের সঙ্গে থাকেন তবে তিনি হবেন আমাদের পরিবারের সদস্য। আর যদি তার বিয়ে হয়ে থাকে এবং তিনি অন্য বাড়িতে থাকেন তবে তিনি হবেন আমাদের নিকট আত্মীয়।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ