মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
তৃতীয় শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. নিমপাতা খেলে কী উপকার পাওয়া যায়?
উত্তরঃ নিমপাতা খোস - পাঁচড়া হতে দেয় না। এছাড়া পেটের বিভিন্ন ধরনের সমস্যা হাত থেকে রক্ষা পাওয়া জায়।
২. "কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল" - এমন দুটো উদাহরণ যায়।
উত্তরঃ কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল - এমন দুটি উদাহরন হলো - পেঁপেঁ ও কাঠাল।
৩. প্যাকেট করা তৈরি খাবার আগে কী দেখে নেওয়া দরকার ও কেন?
উত্তরঃ প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে তারিখ দেখে নেওয়া দরকার। কারণ প্যাকেট করা খাবার মাত্র দু-তিন মাস ভালো থাকে।
৪. শিম্পাঞ্জির সঙ্গে মানুষের কোন কোন বিষয়ে মিল আছে লেখো।
উত্তরঃ মানুষের মতো শিম্পাঞ্জিরাও হাতে ধরে খায়। দুই পায়ে দাঁড়াতে পারে। মানুষের মতো শিম্পাঞ্জিরাও তার বাচ্চাদের বুকের দুধখাওয়ায়।
৫. দুধ থেকে তৈরি করা যায় এমন তিনটি খাবারের নাম লেখো।
উত্তরঃ দুধ থেকে তৈরি করা যায় এমন তিনটি খাবারের নাম হলো - দই, রসগোল্লা এবং ছানা।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ