মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
তৃতীয় শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. দাঁত ভালো রাখতে কী কী অবশ্যই করা উচিত?
উত্তরঃ আমাদের দাঁত ভালো রাখতে হলে যে যে কাজ করা উচিত তা নীচে আলোচনা করা হল -
(১) দিনে দুই বার দাঁত মাজা উচিত। অবশ্যই সকালে এবং রাতে শুতে যাওয়ার আগে।
(২) খাওয়ার পর সবসময় ভালো করে মুখ ধোঁয়া উচিত।
(৩) দাঁতের ক্ষয় রোধ করতে টুথপেস্ট ব্যবহার করা উচিত।
(৪) প্রতি ৩ মাস অন্তর টুথব্রাশ বদলাতে হবে।
(৫) দাঁতের ক্ষয় রোধ করতে মিষ্টি, অম্ল জাতীয় খাবার কম খেতে হবে।
২. সাঁতারে আমাদের কী কী উপকার হয়?
উত্তরঃ সাঁতারে আমাদের যে যে উপকার করে তা নীচে আলোচনা করা হল -
(১) সাঁতারে কম সময়ে এক সঙ্গে সব জায়গার ব্যায়াম করা হয়।
(২) মস্তিষ্ক ও মন ভালো থাকে।
(৩) শরীরে ব্যাথা বেদনা থাকলে কমে যাবে।
(৪) হাড়ের জোড় সুস্থ থাকে।
(৫) হার্টের সমস্যাও কমে।
(৬) ঘুম ভালো হয়।
৩. খাবার খারাপ হয়ে যায় কী কী কারণে?
উত্তরঃ খাবার খারাপ হয়ে যাওয়ার প্রধান কারনগুলি নীচে আলোচনা করা হল -
(১) ভ্যাপসা গরমে পচে যেতে পারে।
(২) বাসি হয়ে খাবার ভিতরে ভিতরে বিভিন্ন ব্যাক্টেরিয়ার দ্বারা পচে যেতে পারে।
(৩) খাবারে ছত্রাক পড়ে খাবার নষ্ট হয়ে যায়।
৪. আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকত কেন?
উত্তরঃ আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকার প্রধান কারনগুলি নীচে আলোচনা করা হল -
(১) নদীতে সহজেই মাছ পাওয়া যায়।
(২) নদীর জল পানীয় ও অন্যান্য কাজে খুব সহজেই ব্যবহার করা যায়।
(৩) নদীর পাশের মাটি উর্বর হয়।
(৪) পশুপালনের সুবিধা হয়।
(৫) নদী পথে যাতায়াত ভালো হয়।
(৬) সাপ, বাঘ ইত্যাদির হাত থেকে বাঁচা যায়।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ