LightBlog
WB Class 2 Model Activity Task Part 1 Ability in Problem Solving ( সমস্যা সমাধানে সক্ষমতা) - দ্বিতীয় শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১
Type Here to Get Search Results !

WB Class 2 Model Activity Task Part 1 Ability in Problem Solving ( সমস্যা সমাধানে সক্ষমতা) - দ্বিতীয় শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১

 সমস্যা সমাধানে সক্ষমতা

Ability in Problem Solving : 2020

দ্বিতীয় শ্রেণি


১। আমরা ৩০টি গাছ লাগিয়েছি। দিদিমণিরা ৪২টি লাগিয়েছেন।

ক) কারা বেশি গাছ লাগিয়েছে?

উত্তরঃ দিদিমণিরা বেশি গাছ লাগিয়েছেন।


খ) দিদিমণিরা কটি বেশি লাগিয়েছেন?

উত্তরঃ দিদিমণিরা ৪২ - ৩০ = ১২টি গাছ বেশি লাগিয়েছেন।


গ) সবাই মিলে কটি গাছ লাগিয়েছি?

 ৪২

 ৩০

 ৭২

উত্তরঃ সবাই মিলে  

 ৭২

টি গাছ লাগিয়েছে।


ঘ) যোগ করলে মান বাড়ে / কমে

উত্তরঃ যোগ করলে মান বাড়ে।


২। প্রশ্নগুলির পাশে উত্তর লেখঃ -

ক) চন্দননগর থেকে কে আসবেন?

উত্তরঃ চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন।


খ) বিকেলের আরেক নাম কী?

উত্তরঃ বিকেলের আরেক নাম অপরাহ্ন।


গ) যুক্ত ব্যঞ্জন দুটি ভেঙে দেখাও।

র্ক = র + ক

ক্র = ক + র


ঘ) ছবির পাশে ঋতুর নাম লেখো।


শীতঋতু
Winter



বর্ষাঋতু
Rainy 

৩। Look at the table and answer the questions :

টেবিলটি দেখে প্রশ্নগুলির উত্তর দাও।

Sunday

Monday

Tuesday

Wednesday

Thursday

Friday

Saturday

 

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

 

 

 


ক) This is a pass of ___________. (Fill in the blank)

Answer : A month


খ) There are ___________ month in a year.

Answer : twelve


গ) How many days are there in a week?

Answer : There are seven days in a week.


ঘ) How many Mondays are there in this month?

Answer : There are five Mondays in this month.


৪। এক জায়গায় ৯টি ফুল তুলে নেওয়া হলো। তার থেকে ৫টি ফুল তুলে নেওয়া হলো।


ক) ফুলের সংখ্যা কমলো না বাড়ল?

উত্তরঃ ফুলের সংখ্যা কমলো।


খ) কটি ফুল থাকবে? কী করবে - যোগ না বিয়োগ?

উত্তরঃ প্রশ্নটির উত্তর জানতে গেলে বিয়োগ করতে হবে।


গ) কষে দেখাও কটি ফুল থাকবে?

উত্তরঃ ৯ - ৫ = ৪ টি ফুল থাকবে।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close