সমন্বয় / সম্পর্ক স্থাপনে সক্ষমতা
Ability to correlate : 2020
দ্বিতীয় শ্রেনি
১। ক) কর্ম - এই শব্দে যুক্তবর্ণ 'র্ম'।
রেফ যোগে আরো দুটি শব্দ লেখোঃ
উত্তরঃ মর্ম, বর্ণ
খ) 'আমি কে' - কথাগুলি পড়ে লেখো।
উত্তরঃ বাদল দিনে আমার কান্না পায়। মীনা।
গান শুনিয়ে ভিক্ষে করি। অন্ধ কানাই।
গ) তালিকাটি ভরো।
বিপরীত |
শব্দ |
অর্থ/মানে |
বাক্য |
রোদ |
বৃষ্টি |
বাদল/বর্ষা |
বৃষ্টি হলে মজা হল। |
|
পার্বণ |
উৎসব |
বাঙালীর বারো মাসে
তেরো পার্বণ। |
Colour |
Object |
One |
Many |
Use
a, an |
Red |
|
Mango |
Mangoes |
A ball an egg. |
Black |
Board |
|
Apples |
|
|
|
Ball |
|
|
দশক |
একক |
স্থানীয়মানে বিস্তার |
অঙ্কে লেখো |
কথায় লেখো |
১০ |
|
১০+০ |
|
দশ |
১০ |
|
|
|
বারো |
১০ |
|
|
১৩ |
|
৪। ক) ২ ৬ = এ-এর প্রকৃতমান = ২
৩ ৮ = এর স্থানীয়মান = ৮ x ১ = ৮
প্রকৃতমান = ৮
খ) মীনা বৃষ্টিতে স্নান করতে পারতো না কেন?
উত্তরঃ কাশি হয়েছিল বলে।
গ) গ্রীষ্ম ঋতু তোমার কেমন লাগে লেখো।
উত্তরঃ গ্রীষ্ম ঋতুতে রোদ খুব বেশি থাকে। তাই খুব গরম। এইজন্য আমার গ্রীষ্ম ঋতু একটু খারাপ লাগে। তভে গ্রীষ্ম ঋতুতে আমরা আম, জাম ও কাঁঠাল ফল খাই। গ্রীষ্ম ঋতুতে আমরা সকলে বেড়াতে যাই। এইজন্য গ্রীষ্ম ঋতু আবার ভালোও লাগে।
ঘ) My name is ____________________________।
Answer : My name is Sukesh Debnath. (এখানে নিজের নাম লেখো)।
Other Model Activity Task : Model Activity Task 2022
Darun
উত্তরমুছুন