সংযোগ স্থাপনে সক্ষমতা
Ability to Communicate
দ্বিতীয় শ্রেণি
১। পাঠটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
রাতের আকাশে অসংখ্য তারা, মগ্ন হয়ে গুনি।
দিনের আকাশে থাকে রবি। তার আলোয় জাগ্রত চারপাশ।
ক) অসংখ্য থেকে যুক্ত ব্যঞ্জনটি ভেঙে দেখাও।
যেমনঃ মুগ্ধ -> গধ = গ + ধ
উত্তরঃ অসংখ্য -> খ্য = খ + য
খ) মগ্ন এর মতো শুনতে নতুন কথা লেখো।
উত্তরঃ নগ্ন
গ) অমিল শব্দটি কাটোঃ সত্য, অদ্য, বরাদ্দ।
উত্তরঃ বরাদ্দ (কেননা সত্য ও অদ্য শব্দদুটি য-ফলা যুক্ত শব্দ)
ঘ) কার আলোয় জাগ্রত চারপাশ? ঠিক উত্তর বেছে লেখো। -
ক) চাঁদ খ) তারা গ) রবি ঘ) আকাশ
উত্তরঃ গ) রবি
২। Answer the following questions (As directrd) :
(নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও) ।
ক) Write any two vowels.
Answer : A, E, I, O, U (তোমাদের সুবিধার জন্য পাঁচটিই দেওয়া হল)
খ) Underline the vowel in words -> Umbrella.
Answer : U, E, A
গ) Underline the consonant in the word -> Book.
Answer : B, K
ঘ) Use of capital letters -> She is minu.
Answer : She is Minu.
ঙ) Which class do you read in?
Answer : I read in class two.
৩। ক) ১, ২, ৪ দিয়ে যে কোনো দুটি সংখ্যা বানাও।
উত্তরঃ ২১, ৪২, ১৪ ইত্যাদি (তুমি তোমার মতো করে লিখেনিতে পারো)
খ) '০৪' এবং '৪' একই না আলাদা?
উত্তরঃ ০৪ এবং ৪ একই সংখ্যা, কেননা সংখ্যার আগে শূণ্যের কোনো মূল নেই।
গ) ১৪ = এক দশ চার হলে,
২৩ = দুই দশ তিন হবে।
ঘ) দুই টাকা ৫০ পয়সা = আড়াই টাকা হলে।
দুই টাকা ও চার টাকা = ছয় টাকা হবে।
ঙ) একটি পূরণবাচক সংখ্যা কথায় ও সংক্ষেপে লেখো।
যেমনঃ প্রথম -> ১ম।
উত্তরঃ দ্বিতীয় -> ২য়
৪। ক) ভাগ অনুযায়ী বর্ণ লেখো। একটি করো।
পূর্ণমাত্রার অংশ মাত্রায় মাত্রাহীন যুক্তব্যঞ্জন
উদাঃ ক - খ - ভ - গ্ধ, চ - গ - ও -গ্ধ
খ) a -> bat
ball
car
এমনভাবে U দিয়ে লেখো ->
Answer :
U -> hut
bus
run
গ) ৩১ কে উল্টে লিখলে মান কমবে না বাড়বে?
উত্তরঃ ৩১ - কে উল্টে লিখলে মান ১৩ হয়, আর এর মান ১৩ হওয়ায় এর মান কমে যায়।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ