শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা
Ability in Physical and Mental Co-ordination : 2020
দ্বিতীয় শ্রেণি
১। ছবিটি রং করো। ছবিটি নিয়ে তিনটি বাক্য লেখো।
উত্তরঃ উপরের এই ছবিটিতে যে যে দৃশ্য দেখা যাচ্ছে, তা নীচে আলোচনা করা হল -
১) ছবিটি একটি প্রাকৃতিক সৌন্দর্য্যের ছবি।
২) ছবিটে দুটি গাছ এবং একটি আঁকাবাঁকা রাস্তা দেখা যাচ্ছে।
৩) সাধারনত এই ধরনের দৃশ্য বিভিন্ন গ্রাম্য পরিবেশে দেখা যায়।
২। See and draw. Colour it. Write one sentence about the picture.
(আঁকো, রং করো, একটি করে বাক্য লেখো)।
This is a rabbit. This is a bird.
বিঃদ্রঃ তোমাদের পাশের ফাঁকা ঘরে আগেটার মতো ছবি দেখে দেখে এঁকে নিতে হবে এবং ছবিদুটি রঙ করতে হবে।
৩। ১২ সংখ্যাটি কত রকমভাবে করা যায় লেখো।
যেমন ঃ ৮ + ৪ = ১২, ১৪ - ২ = ১২
৪ x ৩ = ১২, ২৪ ➗ ২ = ১২
৪। ক) ছড়াটি অঙ্গভঙ্গি করে দেখাও ঃ -
হাঁচব কাশব কাপড়ে মুখ ঢাকব।
অন্যকে রোগ দেব না / অন্যের রোগ নেব না।
স্বাস্থবিধান দিচ্ছে ডাক/ রোগ জীবানু নিপাত যাক।
উত্তরঃ বাড়িতে নিয়মিত অভ্যাস করো।
খ) A দিয়ে ঘর আঁকো।
উত্তরঃ
গ) 8 দিয়ে ফুল / অন্য কিছু আঁকো।
উত্তরঃ
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ