LightBlog
WB Class 11 Biology Model Activity Task - 2 WBCHSE একাদশ শ্রেণী জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২
Type Here to Get Search Results !

WB Class 11 Biology Model Activity Task - 2 WBCHSE একাদশ শ্রেণী জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

একাদশ শ্রেণি

জীববিদ্যা (Biological Sciences)


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো ঃ


১. ট্যাক্সনমির দুটি গুরুত্ব লেখো। হোমোনিম কী?

উত্তরঃ 

ট্যাক্সনমির গুরুত্বঃ ট্যাক্সনমির দুটি প্রধান গুরুত্ব নীচে আলোচনা করা হল -

(ক) বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়।

(খ) ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং তার বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়।

হোমোনিম ঃ যখন কোনো দুটি পৃথক প্রজাতি বা গণের একই নামকরণ হয় তখন তাকে হোমোনিম বলে। যেমন - Impatience Capensis Thunberg হল Impatience Capensis Meerburg এর ল্যাটার হিমোনিম।


২. অসটিকথিস ও কনড্রিকথিসের মধ্যে পার্থক্য উল্লেখ করো। ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।

উত্তরঃ 

অসটিকথিস ও কনড্রিকথিসের পার্থক্য ঃ নীচে অসটিকথিস ও কনড্রিকথিসের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করা হল -

প্রথমত, অসটিকথিসদের দেহ সাইক্রয়েড, টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত অথবা আঁশবিহীন হয়; তবে কনড্রিকথিসের দেহ প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে।

দ্বিতীয়ত, অসটিকথিসকের দেহে অন্তঃকঙ্কাল অস্থিময়; আর কনড্রিকথিসের অন্তঃকঙ্কাল তরুনাস্থি দ্বারা গঠিত।

তৃতীয়ত, অসটিকথিসের দেহে পটকা থাকে; কিন্তু অনড্রিকথিসের দেহে পটকা থাকে না।

চতুর্থত, অসটিকথসের ক্লাসপার থাকে না; তবে কনড্রিকথিসের সাধারনত পুরুষ প্রাণীদের ক্লাসপার নামক সংগম অঙ্গ থাকে।

পঞ্চমত, অসটিকথসের শরীরে অবসারনী থাকে না; কিন্তু কনড্রিকথিসের দেহ অবসারনী উপস্থিত থাকে।


৩. ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদের যেকোনো চারটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ব্রায়োফাইটার উদাহরণ দাও।

উত্তরঃ 

ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য ঃ ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদের যেকোনো চারটি প্রধান বৈশিষ্ট্য নীচে উল্লেখ করা হল -

(ক) ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর। রেনুধর উদ্ভিদ সর্বদাই লিঙ্গধর উদ্ভিদের সঙ্গে যুক্ত থাকে।

(খ) এরা সমাঙ্গদেহী বা কান্ড ও পাতার মতো অঙ্গ যুক্ত।

(গ) এদের মূল থাকে না, রাইজয়েড, শল্ক বা রোম থাকে।

(ঘ) এদের জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠন সংবহন্তন্ত্র থাকে না।

অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটি ব্রায়োফাইটা হল স্ফ্যাগনাম জাতীয় মস একসঙ্গে অনেক জন্মালে তা একত্রে কার্বন জাতীয় পিট মাটি গঠন করে। পিট মাটির জলধারন ক্ষমতা বেশি হওয়ায় চাষের উপযোগী হিসেবেও ব্যবহৃত হয়।


৪. আর্থ্রোপোডা পর্বের যেকোনো চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। মারসুপিয়াম কী?

উত্তরঃ 

আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য ঃ আর্থ্রোপোডা পর্বের যেকোনো চারটি চারিত্রিক বৈশিষ্ট্য নীচে উল্লেখ করা হল -

(ক) দেহ খন্ডিত, প্রতি খন্ডে একজোড়া করে সন্ধিল পার্শ্বীয় উপাঙ্গ থাকে।

(খ) দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। নির্দিষ্ট সময় অন্তর এই বহিঃকঙ্কাল দ্বারা পরিত্যক্ত হয়।

(গ) সবুজ গ্রন্থি ও ম্যালপিজিয়াম নালিকার মাধ্যমে এরা রেচন কার্য সম্পন্ন করে।

(ঘ) মাথার দুপাশে দুটি পুঞ্জাক্ষি থাকে।

মারসুপিয়াম ঃ ক্যাঙারুর বাচ্চা থাকার জন্য ক্যাঙারুরু পেটের সামনে থলি থাকে, সেই থলিকে মারসুপিয়াম বলে।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close