Current Affairs / 23-06-2021 Part 3
প্রশ্নঃ চোখ ঃ মায়োপিয়া ঃ ঃ দাঁত ঃ ? -
(ক) পায়োরিয়া
(খ) ক্যাটার্যা ক্ট
(গ) ট্রাকোলা
(ঘ) এক্সিমা
উত্তরঃ (ক) পায়োরিয়া
প্রশ্নঃ উদ্ভিদের সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিড যেটি সালোকসংশ্লেষে সাহায্য করে সেটি -
(ক) ক্রোমোপ্লাস্টিড
(খ) ক্লোরোপ্লাস্টিড
(গ) লিউকোপ্লাস্টিড
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) ক্লোরোপ্লাস্টিড
প্রশ্নঃ ক্রোনোমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? -
(ক) দ্রাঘিমাংশ
(খ) অক্ষাংশ
(গ) আদ্রর্তা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) দ্রাঘিমাংশ (সঠিক সময়)
প্রশ্নঃ কোন্ হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? -
(ক) ইনসুলিন
(খ) অ্যাড্রিনালিন
(গ) ইস্ট্রোজেন
(ঘ) অক্সিটোসিন
উত্তরঃ (খ) অ্যাড্রিনালিন
প্রশ্নঃ নীলনদের দান কাকে বলা হয়? -
(ক) হরপ্পা
(খ) মহেঞ্জোদারো
(গ) মিশর
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) মিশর
প্রশ্নঃ হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত -
(ক) আর্কিমিডিসের সূত্র
(খ) পাস্কেলের সূত্র
(গ) রেনল্ডের সূত্র
(ঘ) বার্নোলির সূত্র
উত্তরঃ (খ) পাস্কেলের সূত্র
প্রশ্নঃ ভারতে OBC প্রার্থীদের জন্য চাকরিতে সংরক্ষণ প্রথা চালু হয় কত সালে?
(ক) ১৯৯২ সালে
(খ) ১৯৯৩ সালে
(গ) ১৯৯৪ সালে
(ঘ) ১৯৯৫ সালে
উত্তরঃ (খ) ১৯৯৩ সালে
প্রশ্নঃ ওস্তাদ বিসমিল্লাহ খান কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন -
(ক) বাঁশি
(খ) সেতার
(গ) তবলা
(ঘ) সানাই
উত্তরঃ (ঘ) সানাই
প্রশ্নঃ তড়িৎ শক্তির একক কি? -
(ক) ওয়াট
(খ) ওয়াট/ঘন্টা
(গ) অ্যাম্পিয়ার
(ঘ) ভোল্ট
উত্তরঃ (খ) ওয়াট/ঘন্টা
প্রশ্নঃ সলবাই - এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? -
(ক) ১৭৭৫ সালে
(খ) ১৭৮২ সালে
(গ) ১৭৮৮ সালে
(ঘ) ১৭৯৪ সালে
উত্তরঃ (খ) ১৭৮২ সালে
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ