Current Affairs / 23-06-2021 Part 2
প্রশ্নঃ "আফ্রিকা" কবিতাটি কার লেখা? -
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ হিটলার ঃ জার্মানি ঃ ঃ মুসোলিনী ঃ ? -
(ক) ইংল্যান্ড
(খ) ভারত
(গ) ইতালি
(ঘ) জার্মানি
উত্তরঃ (গ) ইতালি
প্রশ্নঃ "পুন্টার" শব্দটি কোন্ খেলার সঙ্গে যুক্ত -
(ক) গলপ
(খ) ব্যডমিন্টন
(গ) ক্রিকেট
(ঘ) ঘোড়দৌড়
উত্তরঃ (ঘ) ঘোড়দৌড়
প্রশ্নঃ থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? -
(ক) শ্যামজী কৃষ্ণবর্মা
(খ) ম্যাডাম ব্লাভাটস্কি
(গ) গোপালকৃষ্ণ গোখলে
(ঘ) সৈয়দ আহমেদ খান
উত্তরঃ (খ) ম্যাডাম ব্লাভাটস্কি
প্রশ্নঃ দেহের ভারসাম্য নিয়ন্ত্রন করে -
(ক) লঘুমস্তিষ্ক
(খ) গুরুমস্তিষ্ক
(গ) থ্যালামাস
(ঘ) হাইপোথ্যালামাস
উত্তরঃ (ক) লঘুমস্তিষ্ক
প্রশ্নঃ ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হল -
(ক) এক স্তরীয়
(খ) দুই স্তরীয়
(গ) তিন স্তরীয়
(ঘ) চার স্তরীয়
উত্তরঃ (গ) তিন স্তরীয়
প্রশ্নঃ "জিন" কথার অর্থ হল -
(ক) জয়ী
(খ) মাতৃভূমি
(গ) প্রাচীন বৃক্ষ
(ঘ) ধর্মগ্রন্থ
উত্তরঃ (ক) জয়ী
প্রশ্নঃ রায়ডাক নদীর উৎপত্তি কোথায়? -
(ক) ভারত
(খ) নেপাল
(গ) ভুটান
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) নেপাল
প্রশ্নঃ মানবদেহের কোন্ গ্রন্থিকে 'অ্যাডামস অ্যাপেল" বলে -
(ক) অ্যাড্রিনাল
(খ) পিট্যুইটারি
(গ) থাইরয়েড
(ঘ) থাইমাস
উত্তরঃ (গ) থাইরয়েড
প্রশ্নঃ "ওয়াহাবি" কথাটির অর্থ কি? -
(ক) বিদ্রোহ
(খ) অধিকার
(গ) নবজাগরন
(ঘ) সংগঠন
উত্তরঃ (গ) নবজাগরন
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ