WB Class 11 Biology Model Activity Task - 1 WBCHSE একাদশ শ্রেণী জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১
Type Here to Get Search Results !

WB Class 11 Biology Model Activity Task - 1 WBCHSE একাদশ শ্রেণী জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

একাদশ শ্রেণি

জীববিদ্যা (Biological Science)


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :


১. দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো? সিনোনিম কী?

উত্তরঃ প্রত্যেক জীবের বিজ্ঞানসম্মত নামে সাধারনত দুটি পদ থাকে। প্রথমটি গনের নাম ও দ্বিতীয়টি প্রজাতির নাম। জীবদেহের গন ও প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে গঠিত নামকরনকে দ্বিপদ নামকরণ বলে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম ১৭৫৩ খ্রিস্টাব্দে তার প্রনীত গ্রন্থ  "স্পিসিস প্ল্যান্টারাস" এ প্রথম দ্বিপদ নামকরন প্রকাশ করেন। যেমন রুই মাছের বিজ্ঞানসম্মত নাম লেবিয়ো রহিতা।

সিনোনিম ঃ যখন কোনো একটি প্রজাতির জীবের একাধিক স্বীকৃত বিজ্ঞানসম্মত নাম থাকে তখন ওই নামগুলিকে সিমোনিম বা বহুনাম বলে। যেমন - Thea Chinensis (Comellia Sinensisi)


২. জীববৈচিত্র্যের দুটি গুরুত্ব উল্লেখ করো। গামা বৈচিত্র্য বলতে কী বোঝো?

উত্তরঃ 

জীববৈচিত্র্যের গুরুত্ব ঃ নীচে জীববৈচিত্র্যের প্রধান দুটি গুরুত্ব আলোচনা করা হল -

(ক) খাদ্যের উৎস হিসেবে সবুজ উদ্ভিদ ঃ খাদ্যশৃঙ্খলের মাধ্যমে বাস্তুতন্ত্রের প্রতিটি জীব উৎপাদকের কাছে পর্যায়ক্রমে পুষ্টিপদার্থ সংগ্রহ করে। আমরা এদের থেকে খাদ্যসামগ্রী ছাড়াও নানারকম প্রসাধন বস্তু ও ঔষুধ সংগ্রহ করি। বর্তমান পৃথিবীর খাদ্য উৎপাদন উচ্চ ফলনশীল উদ্ভিদ প্রজাতির চাষের উপর নির্ভরশীল।

(খ) অর্থনৈতিক গুরুত্ব ঃ জীববৈচিত্র্য একটি দেশের মূল্যবান সম্পদ ও সমৃদ্ধির পরিচায়ক। বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। জীবানুদের কাজে লাগিয়ে শিল্প গড়ে উঠেছে Theanus aquaticus নামন জীবানুর উৎসেচক কাজে লাগিয়ে PCR পদ্ধতিতে প্রয়োজনমতো DNA উৎপাদন সম্ভব হয়েছে।

গামাবৈচিত্র্যঃ একটি বৃক্ষ ভৌগলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে।


৩. টেরিডোফাইটা উদ্ভিদের চারটি বৈশিষ্ট্য লেখো। রায়োফাইটার অন্তর্গত উদ্ভিদের উভচর উদ্ভিদ বলা হয় কেন?

উত্তরঃ 

টেরিডোফাইটা উদ্ভিদের বৈশিষ্ট্য ঃ নীচের টেরিডোফাইটা উদ্ভিদের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হল -

(ক) টেরিডোফাইটা তথা ফার্ন জাতির উদ্ভিদ সবুজ ও স্বভোজী এক অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত। তবে ব্যক্তবীজী অপেক্ষা অনুন্নত।

(খ) রেনুধর উদ্ভিদদেহে ডিলয়েড এবং প্রকৃত মূল,কান্ড ও পাতায় বিভক্ত।

(গ) এদের সাধারনত গৌন বৃদ্ধি ঘটে না।

(ঘ) এদের রেনুর সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয়।

ব্রায়োফাইটার অন্তর্গত অধিকাংশ উদ্ভিদ স্থলজ। তবে বেশিরভাগ উদ্ভিদই ছায়াময় স্যাঁতসঁতে স্থানে জন্মায়। উল্লেখ্য যে, এরা স্থলজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও নিষেককালে এদের জলের প্রয়োজন হয়। তাই এদের উভচর উদ্ভিদ বলে।


৪. একাইনোডারমাটা পর্বের যেকোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই পর্বের যেকোনো একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।

উত্তরঃ 

একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য ঃ একাইনোডারমাটা পর্বের যেকোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হল -

(ক) দেহ কন্টকময় ত্বক দ্বারা আবৃত।

(খ) এরা চলাচলের জন্য নালিপথ ব্যবহার করে।

(গ) এদের দেহের মধ্যে জল সংবহনতন্ত্র দেখা যায়।

(ঘ) পূর্নাঙ্গ প্রানীর সেহ অরীনভাবে প্রতিসম এবং পাঁচটি অংশে বিভেজিত।

একাইনোডারমাটা পর্বের যেকোনো একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম - Asterias Nubens (তারামাছ)।


৫. ম্যামেলিয়া শ্রেণির যেকোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো। হার্বেরিয়াম কী?

উত্তরঃ 

ম্যামেলিয়া শ্রেণির বৈশিষ্ট্য ঃ নীচে ম্যামেলিয়া শ্রেণির যেকোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হল -

(ক) দেহ লোম দ্বারা আবৃত থাকে।

(খ) ত্বকে ঘর্মগ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থি উপস্থিত থাকে।

(গ) পরিনত স্ত্রী প্রানীদের কার্যকারী স্তনগ্রন্থি বিদ্যমান শাবক মাতৃস্তনদুগ্ধ পান করে।

(ঘ) মস্তকের দুপাশে কর্ণছত্র থেকে।

হার্বেরিয়াম ঃ যে স্থানে শুষ্ক উদ্ভিদ নমুনাকে সংরক্ষণ করা হয়, যার দ্বারা উদ্ভিদের বিভিন্ন তথ্য পেয়ে থাকি তাকে হার্বেরিয়াম বলে। যেমন - বোটানিক্যাল গার্ডেন।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close