Current Affairs / 23-06-2021 Part 1
প্রশ্নঃ "কার্শিয়াং" কথার অর্থ কি? -
(ক) পাহাড়
(খ) পর্বত
(গ) বেতের লাঠি
(ঘ) শীতলতম স্থান
উত্তরঃ (ঘ) শীতলতম স্থান
প্রশ্নঃ "ভোরের পাখি" কাকে বলা হয় -
(ক) বিহারীলাল চক্রবর্তী
(খ) রজনীকান্ত সেন
(গ) রামপ্রসাদ সেন
(ঘ) বিদ্যাপতি
উত্তরঃ (ক) বিহারীলাল চক্রবর্তী
প্রশ্নঃ "কাস্তে কবি" কাকে বলা হয় -
(ক) দিনেশ দাস
(খ) দীনেশ মজুমদার
(গ) মুকুন্দ দাস
(ঘ) বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ (ক) দিনেশ দাস
প্রশ্নঃ গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে -
(ক) ৫২০ কিমি
(খ) ৫২৫ কিমি
(গ) ৫৩০ কিমি
(ঘ) ৫৩৫ কিমি
উত্তরঃ (ক) ৫২০ কিমি
প্রশ্নঃ অভিনব জয়দেব বা মৈথিলী কাকলি কাকে বলা হয়? -
(ক) বিহারীলাল চক্রবর্তী
(খ) রজনীকান্ত সেন
(গ) রামপ্রসাদ সেন
(ঘ) বিদ্যাপতি
উত্তরঃ (ঘ) বিদ্যাপতি
প্রশ্নঃ সম্প্রতি কোথায় "রাজা পরবা" উৎসব পালিত হল -
(ক) বিহার
(খ) মধ্যপ্রদেশ
(গ) আসাম
(ঘ) ওড়িশা
উত্তরঃ (ঘ) ওড়িশা
প্রশ্নঃ EASE OF LIVING INDEX 2020 সালে ভারতের সর্বাধিক বাসযোগ্য শহর -
(ক) মুম্বাই
(খ) দিল্লী
(গ) বেঙ্গালুরু
(ঘ) ইন্দোর
উত্তরঃ (গ) বেঙ্গালুরু
প্রশ্নঃ নীচের কোনটি কালিদাসের রচনা নয়? -
(ক) কুমার সম্ভবম্
(খ) রঘুবংশম্
(গ) মেঘপ্রিয়
(ঘ) ঋতুসমাহার
উত্তরঃ (গ) মেঘপ্রিয়
প্রশ্নঃ তিস্তা নদীর উৎসত্তিস্থল -
(ক) কাংসেজেমু হিমবাহ
(খ) চিম্বে উপত্যকা
(গ) গাঙ্গের হিমবাহ
(ঘ) ঘুম পাহাড়
উত্তরঃ (ক) কাংসেজেমু হিমবাহ
প্রশ্নঃ ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে -
(ক) হায়দ্রাবাদ
(খ) এলাহাবাদ
(গ) কলকাতা
(ঘ) ভূপাল
উত্তরঃ (খ) এলাহাবাদ
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ