Current Affairs / 23-06-2021 Part 4
প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন -
(ক) লোকসভার স্পিকার
(খ) মন্ত্রী পরিষদ
(গ) প্রধানবিচারপতি
(ঘ) ক্যাগ
উত্তরঃ (গ) প্রধানবিচারপতি
প্রশ্নঃ ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত -
(ক) রাশিয়া
(খ) আষ্ট্রেলিয়া
(গ) আফ্রিকা
(ঘ) ব্রাজিল
উত্তরঃ (গ) আফ্রিকা
প্রশ্নঃ নীচের কোন্ মঙ্গল কাব্যটির রচয়িতা বিজয় গুপ্ত -
(ক) ধর্মমঙ্গল
(খ) মনসামঙ্গল
(গ) চন্ডীমঙ্গল
(ঘ) অন্নদামঙ্গল
উত্তরঃ (খ) মনসামঙ্গল
প্রশ্নঃ ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন? -
(ক) মীরকাসিম
(খ) সিরাজ - উদ - দৌলা
(গ) মীরজাফর
(ঘ) নাজিম - উদ - দৌলা
উত্তরঃ (ক) মীরকাসিম
প্রশ্নঃ ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? -
(ক) ইন্দিরা পয়েন্ট
(খ) কিবিথু
(গ) ইন্দিরা কোল
(ঘ) গোমর্তা
উত্তরঃ (গ) ইন্দিরা কোল
প্রশ্নঃ আমির খসরু কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? -
(ক) বাঁশি
(খ) সেতার
(গ) তবলা
(ঘ) সানাই
উত্তরঃ (খ) সেতার
প্রশ্নঃ মুঘল সম্রাট বাবর কোন্ ভাষায় "তুজক - ই - বাবরি" লিখেছিলেন? -
(ক) পার্সি
(খ) আরবী
(গ) প্রাকৃত
(ঘ) তুর্কি
উত্তরঃ (ঘ) তুর্কি
প্রশ্নঃ হলদিবাড়ি ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় -
(ক) হুগলি
(খ) হলদিয়া
(গ) কোচবিহার
(ঘ) দার্জিলিং
উত্তরঃ (গ) কোচবিহার
প্রশ্নঃ বৃহত্তম উপকূল রাজ্য হল -
(ক) রাজস্থান
(খ) গুজুরাট
(গ) তামিলনাড়ু
(ঘ) উড়িষ্যা
উত্তরঃ (খ) গুজুরাট
প্রশ্নঃ রাজ্যসভা ও রাজ্যবিধান পরিষদ হতে হলে নুন্যতম বয়স কত হতে হবে? -
(ক) ৩৫ বছর
(খ) ৩০ বছর
(গ) ২৫ বছর
(ঘ) ২১ বছর
উত্তরঃ (খ) ৩০ বছর
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ