Current Affairs / 23-06-2021 Part 5
প্রশ্নঃ গরু কোন্ দেশের জাতীয় পশু? -
(ক) ভারত
(খ) নেপাল
(গ) শ্রীলঙ্কা
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (খ) নেপাল
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কারেন্সী কোন্টি?
(ক) আমেরিকান ডলার
(খ) ইউরো
(গ) পাউন্ড স্টারলিং
(ঘ) কুয়েতি দিনার
উত্তরঃ (ঘ) কুয়েতি দিনার
প্রশ্নঃ সমুদ্রের জলে শতকরা কত অংশ লবন থাকে? -
(ক) ১০%
(খ) ২১.৩ %
(গ) ১%
(ঘ) ৩.৫%
উত্তরঃ (ঘ) ৩.৫%
প্রশ্নঃ ব্যাকরন চর্চার আদিভূমি কোন্টি?
(ক) রোম
(খ) গ্রিস
(গ) ভারত
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (খ) গ্রিস
প্রশ্নঃ লোকসভা ও রাজ্যসভাতে কোন বিল পাস হতে গেলে কার সম্মতি লাগে? -
(ক) স্পিকার
(খ) রাজ্যপাল
(গ) উপরাষ্ট্রপতি
(ঘ) রাষ্ট্রপতি
উত্তরঃ (ঘ) রাষ্ট্রপতি
প্রশ্নঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
(ক) মুম্বাই
(খ) চেন্নাই
(গ) দিল্লী
(ঘ) কলকাতা
উত্তরঃ (গ) দিল্লী
প্রশ্নঃ জনসংখ্যা হিসাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল -
(ক) উত্তরপ্রদেশ
(খ) মহারষ্ট্র
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) রাজস্থান
উত্তরঃ (খ) মহারষ্ট্র
প্রশ্নঃ কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেছিল? -
(ক) সুজাউদ্দৌলা
(খ) দ্বিতীয় শাহ আলম
(গ) প্রথম বাহাদুর শাহ
(ঘ) ঔরঙ্গজেব
উত্তরঃ (খ) দ্বিতীয় শাহ আলম
প্রশ্নঃ জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন -
(ক) সুচেতা কৃপালিনী
(খ) অ্যানি বেসান্ত
(গ) সরোজিনী নাইডু
(ঘ) ইন্দিরা গান্ধী
উত্তরঃ (গ) সরোজিনী নাইডু
প্রশ্নঃ বিশুদ্ধ জলের ঘনত্ব কখন সর্বাধিক হয়? -
(ক) ৩ ডিগ্রী সেলসিয়াস
(খ) ৪ ডিগ্রী সেলসিয়াস
(গ) ১০ ডিগ্রী সেলসিয়াস
(ঘ) ৭ ডিগ্রী সেলসিয়াস
উত্তরঃ (খ) ৪ ডিগ্রী সেলসিয়াস
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ