Current Affairs / 29-06-2021 Part 2
প্রশ্নঃ বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয় -
(ক) কাবেরী নদীকে
(খ) কৃষ্ণা নদীকে
(গ) গঙ্গা নদীকে
(ঘ) গোদাবরী নদীকে
উত্তরঃ (ঘ) গোদাবরী নদীকে
প্রশ্নঃ ভারতে প্রথম কোন্ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) পাঞ্জাব
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (খ) পাঞ্জাব
প্রশ্নঃ ভারতের রাজধানী কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) যমুনা
(খ) ব্রহ্মপুত্র
(গ) গঙ্গা
(ঘ) গোদাবরী
উত্তরঃ (ক) যমুনা
প্রশ্নঃ "সুমো" কোন্ দেশের প্রচলিত কুস্তি? -
(ক) আমেরিকা
(খ) জাপান
(গ) চিন
(ঘ) ভিয়েতনাম
উত্তরঃ (খ) জাপান
প্রশ্নঃ ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) মধ্যপ্রদেশ
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (গ) উত্তরপ্রদেশ
প্রশ্নঃ ভারতের সর্বাধিক প্রাচীন পর্বতমালা হল -
(ক) আরাবল্লী
(খ) নীলিগিরি
(গ) বিন্ধ্য
(ঘ) হিমালয়
উত্তরঃ (ক) আরাবল্লী
প্রশ্নঃ "সঞ্জীবনী" পত্রিকার সম্পাদক কে ছিলেন? -
(ক) শিশির কুমার ঘোষ
(খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(গ) অরবিন্দ ঘোষ
(ঘ) কৃষ্ণকুমার মিত্র
উত্তরঃ (ঘ) কৃষ্ণকুমার মিত্র
প্রশ্নঃ ভারতের কারেন্সি নোট প্রেস কোথায় অবস্থিত? -
(ক) মুম্বাই
(খ) নাসিক
(গ) দিল্লী
(ঘ) পুনে
উত্তরঃ (খ) নাসিক
প্রশ্নঃ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়? -
(ক) ৮ ই মে
(খ) ২ রা অক্টোবর
(গ) ২৩ শে জানুয়ারি
(ঘ) ২১ শে আগস্ট
উত্তরঃ (ক) ৮ ই মে
প্রশ্নঃ ভারত সরকারের সর্ব্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন -
(ক) আইনমন্ত্রী
(খ) লোকসভার অধ্যক্ষ
(গ) অ্যাটর্নি জেনারেল
(ঘ) উপরের কেউ নন
উত্তরঃ (গ) অ্যাটর্নি জেনারেল
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ