Current Affairs / 29-06-2021 Part 3
প্রশ্নঃ মিষ্টি সাজাতে কোন্ ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয়? -
(ক) তামা
(খ) অ্যালুমিনিয়াম
(গ) জিঙ্ক
(ঘ) রুপো
উত্তরঃ (ঘ) রুপো
প্রশ্নঃ ভারতের কোন্ দীর্ঘতম নদী কোনো সমুদ্রে পতিত হয়নি? -
(ক) গঙ্গা
(খ) যমুনা
(গ) তাপ্তি
(ঘ) কাবেরী
উত্তরঃ (খ) যমুনা
প্রশ্নঃ ভিয়েতনামের রাজধানীর নাম কি? -
(ক) বার্ণ
(খ) বেইরুট
(গ) হ্যানয়
(ঘ) সিওল
উত্তরঃ (গ) হ্যানয়
প্রশ্নঃ লালকেল্লা ঃ ভারত ঃ ঃ আইফেল টাওয়ার ঃ ?
(ক) ইংল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) জাপান
(ঘ) জার্মানি
উত্তরঃ (খ) ফ্রান্স
প্রশ্নঃ ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেনের নাম -
(ক) মুম্বাই এক্সপ্রেস
(খ) এলিজাবেথ
(গ) যুবা এক্সপ্রেস
(ঘ) ডেকান কুইন
উত্তরঃ (ঘ) ডেকান কুইন
প্রশ্নঃ আকবরের তরবারির নাম কি? -
(ক) ত্রিশলা
(খ) অতীশ
(গ) ভবানী
(ঘ) সংগ্রাম
উত্তরঃ (ঘ) সংগ্রাম
প্রশ্নঃ "বাঞ্চারামের বাগান" নাটকের পরিচালক ছিলেন -
(ক) উৎপল দত্ত
(খ) মনোজ মিত্র
(গ) কুমার রায়
(ঘ) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
উত্তরঃ (খ) মনোজ মিত্র
প্রশ্নঃ ভারতের সবচেয়ে বেশি বনভূমি আছে -
(ক) কেরালা
(খ) মিজোরাম
(গ) আসাম
(ঘ) মণিপুর
উত্তরঃ (খ) মিজোরাম
প্রশ্নঃ লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী কোন্ নৃত্যের সাথে যুক্ত -
(ক) কথাকলি
(খ) কুচিপুড়ি
(গ) মণিপুরী
(ঘ) ভারতনাট্যম
উত্তরঃ (খ) কুচিপুড়ি
প্রশ্নঃ চৌরিচৌরা নামক স্থান ভারতের কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) মহারাষ্ট্র
(খ) উত্তর প্রদেশ
(গ) গুজরাট
(ঘ) বিহার
উত্তরঃ (খ) উত্তর প্রদেশ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ