Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 29-06-2021/ Daily Current Affairs Today Part 4
Type Here to Get Search Results !

Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 29-06-2021/ Daily Current Affairs Today Part 4

 Current Affairs / 29-06-2021 Part 4


প্রশ্নঃ আশোক চক্রে "সত্য মেব জয়তে" কথাটি কোন্‌ ভাষায় লেখা থাকে? -

(ক) বাংলা

(খ) মারাঠী

(গ) হিন্দি

(ঘ) সংস্কৃত

উত্তরঃ (ঘ) সংস্কৃত


প্রশ্নঃ সবিতা কাব্য গ্রন্থটি কার লেখা? -

(ক) সত্যেন্দ্রনাথ দত্ত

(খ) মাণিক বন্দ্যোপাধ্যায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) বিজন ভট্টাচার্য

উত্তরঃ (ক) সত্যেন্দ্রনাথ দত্ত


প্রশ্নঃ "স্বপনবুড়ো" - কার ছদ্মনাম? -

(ক) চারুচন্দ্র চক্রবর্তী

(খ) দেবেশ রায়

(গ) অখিল নিয়োগী

(ঘ) আশোক গুপ্ত

উত্তরঃ (গ) অখিল নিয়োগী


প্রশ্নঃ আইনসভার জননী বলা হয় কাকে? -

(ক) ব্রিটিশ পার্লামেন্টকে

(খ) ফরাসি পার্লামেন্টকে

(গ) মার্কিন পার্লামেন্টকে

(ঘ) ভারতের পার্লামেন্টকে

উত্তরঃ (ক) ব্রিটিশ পার্লামেন্টকে


প্রশ্নঃ OECD এর সদর দপ্তর কোথায় অবস্থিত? -

(ক) লন্ডন

(খ) প্যারিস

(গ) ভিয়েনা

(ঘ) জেনেভা

উত্তরঃ (খ) প্যারিস


প্রশ্নঃ ক্যাঙ্গারু কোন্‌ দেশের প্রতীক -

(ক) অস্টেলিয়া

(খ) নরওয়ে 

(গ) পোল্যান্ড

(ঘ) ডেনমার্ক

উত্তরঃ (ক) অস্টেলিয়া


প্রশ্নঃ ন্যাশনাল ডিফেন্স একাডেমী কোথায় অবস্থিত? -

(ক) আহমেদনগর

(খ) পুণে

(গ) দেরাদুন

(ঘ) সেকেন্দ্রাবাদ

উত্তরঃ (খ) পুণে


প্রশ্নঃ আয়নাতে যেভাবে প্রতিফলনের সাথে সম্পর্কিত সেই ভাবে জল কিসের সাথে সম্পর্কিত? -

(ক) পরিবহণ

(খ) প্রতিফলন

(গ) প্রতিসরণ

(ঘ) নিমজ্জন

উত্তরঃ (গ) প্রতিসরণ


প্রশ্নঃ হাওয়া মহল কে নির্মাণ করেছেন? -

(ক) মহারাজা ভগত সিং

(খ) মহারাজা জগজিৎ সিং

(গ) মহারাজা সাওয়াই প্রতাপ সিং

(ঘ) মহারাজা যশবন্থ সিং

উত্তরঃ (গ) মহারাজা সাওয়াই প্রতাপ সিং


প্রশ্নঃ ভারতীয় সেনাবাহিনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? -

(ক) শচীন টেন্ডুলকার

(খ) রোহিত শর্মা

(গ) মহেন্দ্র সিং ধোনি

(ঘ) বিরাট কোহলি

উত্তরঃ (ঘ) বিরাট কোহলি


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh


     বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close