Current Affairs / 29-06-2021 Part 1
প্রশ্নঃ ঘড়ি ঃ সময় ঃঃ থার্মোমিটার ঃ __________?
(ক) তাপ
(খ) বিকিরণ
(গ) শক্তি
(ঘ) তাপমাত্রা
উত্তরঃ (ঘ) তাপমাত্রা
প্রশ্নঃ ভারতের উচ্চতম রেলওয়ে প্ল্যাটফর্ম -
(ক) লাদাখে
(খ) গোরক্ষপুর
(গ) দার্জিলিং এর ঘুম
(ঘ) সিকিমের ছৌলাম
উত্তরঃ (গ) দার্জিলিং এর ঘুম
প্রশ্নঃ ভারতের যে রেলপথে সবচেয়ে বেশি সুরঙ্গ আছে -
(ক) কালকা থেকে সিমলা
(খ) জম্বু তাওয়াই থেকে কন্যাকুমারী
(গ) শ্রীনগর থেকে নিউ দিল্লী
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) কালকা থেকে সিমলা
প্রশ্নঃ ভারতের সর্বাধিক দূরত্ব অতিক্রম কারি ট্রেন -
(ক) বিবেক এক্সপ্রেস
(খ) শতাব্দি এক্সপ্রেস
(গ) পিংক সিটি এক্সপ্রেস
(ঘ) হিমসাগর এক্সপ্রেস
উত্তরঃ (ক) বিবেক এক্সপ্রেস
প্রশ্নঃ ভারতের রেল বোর্ড স্থাপিত হয় -
(ক) ১৯০৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯০৫ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ পশ্চিমবঙ্গ বিধান পরিষদ বিলুপ্ত হয় -
(ক) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৬৯ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ লাক্ষাদ্বীপ অবস্থিত -
(ক) পক প্রণালিতে
(খ) ভারত মহাসাগরে
(গ) আরব সাগরে
(ঘ) বঙ্গোপসাগরে
উত্তরঃ (গ) আরব সাগরে
প্রশ্নঃ উজ্জ্বলা সোনা / সাদা সোনা কাকে বলে? -
(ক) কয়লাকে
(খ) গ্রাফাইটকে
(গ) কার্পাসকে
(ঘ) কফিকে
উত্তরঃ (গ) কার্পাসকে
প্রশ্নঃ কোন্ রাজ্য সম্প্রতি "স্টুডেন্টস ক্রেডিট কার্ড" স্কিম লঞ্চ করলো? -
(ক) মহারাষ্ট্র
(খ) উত্তরাখন্ড
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) ছত্তিশগড়
উত্তরঃ (গ) পশ্চিমবঙ্গ
প্রশ্নঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতের প্রথম ট্রেন কত কিমি পথ অতিক্রম করেছিল -
(ক) ৩২ কিমি
(খ) ৩৪ কিমি
(গ) ৪০ কিমি
(ঘ) ৪৩ কিমি
উত্তরঃ ৩৪ কিমি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ