মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ইতিহাস
ষষ্ঠ শ্রেণি
Part 4
Class 6 Activity Task 2021
১. সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :
(ক) এখনও পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে __________ (এশিয়াতে/পূর্ব আফ্রিকাতে/ আমেরিকাতে)।
উত্তরঃ এখনও পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে।
(খ) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন __________ (জাঁ ফ্রাঁসোয়া জারিজ/চার্লস ম্যাসন/দয়ারাম সাহানি)।
উত্তরঃ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জাঁ ফ্রাঁসোয়া জারিজ।
(গ) হরপ্পা সভ্যতা __________ যুগের সভ্যতা (প্রাক-ইতিহাস/প্রায়-ইতিহাস/ঐতিহাসিক)।
উত্তরঃ হরপ্পা সভ্যতা প্রাক-ইতিহাস যুগের সভ্যতা।
২. ক - স্তম্ভের সাথে খ-স্তম্ভ মিলিয়ে লেখো :
ক-স্তম্ভ |
খ-স্তম্ভ |
বন্দর-নগর |
সিটাডেল |
বৃহৎ স্নানাগার |
লোথাল |
উঁচু এলাকা |
মহেনজোদাড়ো |
উত্তরঃ
ক-স্তম্ভ |
খ-স্তম্ভ |
বন্দর-নগর |
লোথাল |
বৃহৎ স্নানাগার |
মহেনজোদাড়ো |
উঁচু এলাকা |
সিটাডেল |
৩. একটি বা দুটি বাক্যে লেখো :
(ক) মেহেরগড় সভ্যতায় কোন্ কোন্ কৃষি পণ্য উৎপাদিত হত?
উত্তরঃ মেহেরগড় সভ্যতায় গম ও যব কৃষি পণ্য উৎপাদিত হত।
(খ) উপমহাদেশের পুরোনো গুহা-বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো।
উত্তরঃ উপমহাদেশের পুরোনো গুহা-বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম -
(১) ভীমবেটকা ঃ ভারতের মধ্য প্রদেশে।
(২) অজন্তা ঃ ভারতের মহারাষ্ট্রে।
৪. নিজের ভাষায় লেখো (৩ - ৪ টি বাক্যে) :
তুমি কি মনে করো, আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন?
উত্তরঃ ব্যক্তিগত ভাবে আমার মনে হয় আগুনের ব্যবহার ইতিহাসে একটি জরুরি পরিবর্তন, কেননা আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে আমূল পরিবর্তন এসেছিল।
(১) মানুষ কাঁচা খাবার খাওয়ার পরিবর্তে আগুনে পুড়িয়ে খাবার খাওয়ার অভ্যাস শুরু করেছিল।
(২) আগুনের ব্যবহার জানার পর মানুষ প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বালিয়ে রাখতো।
(৩) বিভিন্ন জন্তুর আক্রমনের হাঁত থেকে বাঁচার জন্য মানুষ আগুনের ব্যবহার করতো।
বিঃদ্রঃ আশাকরি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পোস্টটিতে আমরা ষষ্ঠ শ্রেণির ২০২১ সালের ইতিহাসের যে নতুন অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের মধ্য শিক্ষাপর্ষদ থেকে দিয়েছে তার উত্তর এখানে করে দেওয়া আছে। তাছাড়া এই পোস্টটির যদি PDF file Download করে নিতে চাও, তাহলে আমাদের Telegram Channel -এ ভিজিট করো। ওখানে তোমরা file টির PDF পেয়েযাবে। আর আবশ্যই আমদের Telegram Channel টি Subscribe করে রাখবে যাতে আরো অন্যান্য PDF খুব সহজেই পেয়ে যাতে পারো। তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।
Other Model Activity Task : Model Activity Task 2022
ইতিহাস ১এর গ নং টা ভুল আছে...।ঠিক করে দিন।
উত্তরমুছুনওটার উওর প্রায় ইতিহাস হবে...।
Hi it so helpful.
উত্তরমুছুনহরপ্পা সভ্যতা প্রায়-ইতিহাস যুগের সভ্যতা।
উত্তরমুছুনNot good
উত্তরমুছুনNot good
উত্তরমুছুনThanks for your
উত্তরমুছুন