Current Affairs / 27-06-2021 Part 5
প্রশ্নঃ "নবান্ন" নাটকটির লেখক কে? -
(ক) উৎপল দত্ত
(খ) মধুসূদন দত্ত
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) দীনবন্ধু মিত্র
উত্তরঃ (গ) বিজন ভট্টাচার্য
প্রশ্নঃ মোনপা, নিশি, অভর উপজাতি ভারতের কোন্ রাজ্যে দেখা যায় -
(ক) অরুণাচল প্রদেশ
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) উত্তর প্রদেশ
(ঘ) মনিপুর
উত্তরঃ (ক) অরুণাচল প্রদেশ
প্রশ্নঃ কৃষক দিবস কবে পালন করা হয় -
(ক) ৪ঠা ফেব্রুয়ারি
(খ) ২৩শে ডিসেম্বর
(গ) ১৫ই জানুয়ারি
(ঘ) ১২ই আগস্ট
উত্তরঃ (খ) ২৩শে ডিসেম্বর
প্রশ্নঃ মানবদেহের একক বৃহত্তম অঙ্গের নাম কি? -
(ক) ফুসফুস
(খ) হৃদযন্ত্র
(গ) লিভার
(ঘ) ত্বক
উত্তরঃ (ঘ) ত্বক
প্রশ্নঃ ভারতের বাস্তুতন্ত্রের জনক কাকে বলা হয়? -
(ক) মহাত্মা গান্ধী
(খ) পি ভি নরসিমা রাও
(গ) আর মিশ্র
(ঘ) প্রশান্তচন্দ্র মহলানবিশ
উত্তরঃ (গ) আর মিশ্র
প্রশ্নঃ জামশেদপুর কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) কাবেরী নদী
(খ) তুঙ্গভদ্রা নদী
(গ) গোদাবরী নদী
(ঘ) সুবর্ণরেখা নদী
উত্তরঃ (ঘ) সুবর্ণরেখা নদী
প্রশ্নঃ ক্রীড়াক্ষেত্রের প্রথম ব্যক্তি হিসেবে কে "ভারতরত্ন" - পুরস্কার পেয়েছেন? -
(ক) রোহিত শর্মা
(খ) শচীন টেন্ডুলকার
(গ) কপিল দেব
(ঘ) মহেন্দ্রসিং ধোনি
উত্তরঃ (খ) শচীন টেন্ডুলকার
প্রশ্নঃ DRDO এর সদর দপ্তর কোথায় -
(ক) ব্যাঙ্গালোর
(খ) হায়দ্রাবাদ
(গ) নিউ দিল্লী
(ঘ) মুম্বাই
উত্তরঃ (গ) নিউ দিল্লী
প্রশ্নঃ সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনীর নাম হল -
(ক) জীবনস্মৃতি
(খ) আমার মেয়েবেলা
(গ) জীবনের ঝরাপাতা
(ঘ) সত্তর বৎসর
উত্তরঃ (গ) জীবনের ঝরাপাতা
প্রশ্নঃ ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন -
(ক) খুশবন্ত সিং
(খ) মুন্সি প্রেমচাঁদ
(গ) সাদাৎ হাসান মান্টো
(ঘ) কৃষণ চন্দর
উত্তরঃ (খ) মুন্সি প্রেমচাঁদ
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ